পর্তুগাল বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল

পর্তুগাল প্রবাসী ব্যবসায়ী, সামাজিক, রাজনৈতিক, আঞ্চলিক নেতাসহ দেশি-বিদেশি অতিথিদের সম্মানে পর্তুগাল বাংলা প্রেসক্লাব ইফতার মাহফিলের আয়োজন করে।
২২ মার্চ লিসবনের দিজাজ রেস্টুরেন্টের হলরুমে ইফতার মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত এবং রমজানের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন মার্তিম মনিজ বড় মসজিদের ছানি ইমাম ও খতিব মাওলানা কায়েছ আহমদ আব্দুল্লাহ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
রনি মোহাম্মদের সভাপতিত্বে সেক্রেটারি এনামুল হক ও সাবেক সেক্রেটারি শহীদ আহমদ প্রিন্সের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নয়ন।
অতিথি ছিলেন লিসবনের বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এসএম গোলাম সরওয়ার, পর্তুগাল ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রানা তাসলিম উদ্দীন, ব্যবসায়ী ও কমিউনিটি নেতা আবূ নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ্, ব্যবসায়ী নেতা আব্দুল হাকিম মিনহাজ, মার্তিম মনিজ জামে মসজিদের সভাপতি মোশাররফ হোসাইন, তরুণ উদ্যোক্তা রনি হোসাইন, মোরারিয়া বিজনেস ফোরামের আহ্বায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব মাসুম আহমদ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আরও উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল আহম্মেদ, সিনিয়র সহ-সভাপতি এসএম আজাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ তানভীর, যুগ্ম সম্পাদক আবুল হোসেন আসাদ, সহ-সম্পাদক শাহজাহান আহমদ, সাংগঠনিক সম্পাদক মুহি উদ্দীন, প্রচার ও দপ্তর সম্পাদক হাফিজ আল আসাদ প্রমুখ।
আগতরা বলেন, ২০২১ সালে প্রতিষ্ঠার পর থেকে পর্তুগাল বাংলা প্রেসক্লাবকে দেখে আসছি প্রবাসীদের সুখে-দুঃখে নানা উন্নয়নমূলক কাজ করছে। তাদের নিরপেক্ষ সাংবাদিকতায় প্রবাসীদের আস্থা অর্জন করার সাথে কমিউনিটির দলমত নির্বিশেষে একত্রে বসার একটি নির্ভরযোগ্য প্লাটফর্ম তৈরি হয়েছে। আশা করি প্রেসক্লাব ভবিষ্যতে তার ধারাবাহিকতা রাখবে।
বিজ্ঞাপন
ইফতার মাহফিলে ফিলিস্তিনসহ মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এসইউ/জিকেএস
আরও পড়ুন
বিজ্ঞাপন