ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

প্রধানমন্ত্রীকে উন্নয়নের কবি বললেন দীপু মনি

প্রকাশিত: ১০:২৩ এএম, ২০ মে ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উন্নয়নের কবি বলে আখ্যায়িত করেছেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি। গত মঙ্গলবার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ডেনমার্কের কোপেনহেগেনে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ডা. দীপু মনি বলেন, একজন নেতা বা রাষ্ট্রনায়ককে মূল্যায়ন করতে হয় তার নেয়া পদক্ষেপ ও নীতিগুলো দীর্ঘমেয়াদে দেশ, জাতি ও ভবিষ্যৎ প্রজন্মকে কতখানি ইতিবাচক ও নেতিবাচকভাবে প্রভাবিত করছে। সে দিক থেকে শেখ হাসিনা অনন্য।

তিনি বলেন, যে বাংলাদেশ অ্যাডহক ভিত্তিতে চলেছে দীর্ঘকাল সেই দেশকে তিনি দীর্ঘমেয়াদী ভিশন ও লক্ষ্যের দিকে ধাবিত করেছেন। এই জাতি ও মানুষকে স্বপ্ন দেখিয়েছেন। দেশ তার নেতৃত্বে মধ্যমেয়াদী ভিশন ২০২১ দিকে এগিয়ে যাচ্ছে ও দীর্ঘমেয়াদী ২০৪১ দিকেও এগিয়ে যাবে।

সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে বলা হয় স্বাধীনতার কবি আজ তার কন্যাকে বলা হচ্ছে উন্নয়নের কবি। দেশে প্রবাসে আওয়ামী লীগের নাম ব্যানার ব্যবহার করে অনেক সুবিধাবাদী, অন্যদলের এজেন্টরা যাতে দলে প্রবেশ করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

‘আগাছা, পরগাছা দিয়ে সুন্দর বাগান হয় না’ ও ‘গাব গাছে ডাব  হয় না’ উপমা দিয়ে হাইব্রিড ও অতিউৎসাহী আওয়ামী লীগ থেকে সাবধান থাকারও আহ্বান জানান তিনি।

এছাড়াও আলোচনা সভায়, উপদেষ্টা শাহাবুদ্দিন ভুইয়া, তাইফুর রহমান ভুইয়া ডেনমার্ক আওয়ামী লীগের সহ সভাপতি আরিফ খালেক, ইকবাল হোসেন মিঠু , জামাল আহমেদ ,যুগ্ম সাধারণ সম্পাদক সামি দাশ, জাহাঙ্গীর আলম সাংগঠনিক সম্পাদক মোতালেব ভুইয়া, কোষাধ্যক্ষ কাওসার আহমেদ সুমন হিল্লোল বড়ুয়া, আমির হোসেন, ফাহমিদ আল মাহিদ, রেজাউল করিম,কবির আহমেদ, খাদিজা খাতুন মিনি, কোহিনুর আলম মুকুল, মাসুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এসকেডি/এমএস