মালদ্বীপে মাদকবিরোধী অভিযান, ৩ বাংলাদেশি গ্রেফতার
মালদ্বীপের রাজধানী মালের পার্শ্ববর্তী হুলহুমাল শহরে একটি মদ তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে দেশটির পুলিশ। এ সময় ১০২ বোতল মদসহ তিন প্রবাসী বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।
পরে মালদ্বীপের আদালতের নির্দেশে তাদের ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গ্রেফতাররা হলেন- তুহিন মিয়া (৩৪), মো. আহনান (৫১), মো. শাজালাল (৩৩)। শনিবার (২৮ ডিসেম্বর) মালদ্বীপ পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম সান এমভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
- আরও পড়ুন:
- অস্ট্রেলিয়ার সৈকতে ২ মেয়েকে বাঁচাতে গিয়ে বাংলাদেশি দম্পতির মৃত্যু
- মালয়েশিয়ায় প্রবাসীদের প্রত্যাবাসন কর্মসূচির মেয়াদ শেষ মঙ্গলবার
দেশটির পুলিশ জানিয়েছে, মালের পার্শ্ববর্তী হুলহুমালের ফেজ-৩ এর সমুদ্র সৈকত এলাকায় একজন প্রবাসী বাংলাদেশি একটি বক্স বহন করে নিয়ে যাওয়ার সময় সন্দেহজনক মনে হলে তার গতিবিধি নজরদারি করা হয়। এ সময় অস্থায়ী মদ তৈরির কারখানার সন্ধানসহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় জড়িত প্রবাসী মো. আহনানকে সৈকতে এবং অন্য দুই প্রবাসী বাংলাদেশিকে কারখানা থেকে আটক করা হয়। এ সময় কারখানা থেকে আরও ৭২টি ৫০০ মিলি বোতল মদ উদ্ধার করে পুলিশ।
এমআরএম/এএসএম