ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

মাদ্রিদে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

প্রবাস ডেস্ক | প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ২২ ডিসেম্বর ২০২৪

স্পেনের রাজধানী মাদ্রিদের উছেরা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি মিজান নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় রাত ২টার দিকে দ্রুতগামী গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, গাড়ির অতিরিক্ত গতিই দুর্ঘটনার প্রধান কারণ। গাড়িচালক এবং তার সহযাত্রী দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান। দুর্ঘটনার প্রায় ১৫ ঘণ্টা পর অভিযুক্ত চালক তার আইনজীবীর সঙ্গে মাদ্রিদ পুলিশ স্টেশনে আত্মসমর্পণ করেছেন। তার গাড়িটি জব্দ করা হয়েছে।

জানা গেছে, মিজানুর রহমান ফুড ডেলিভারির কাজ করতেন। তিনি দুই বছর ধরে দেশটিতে অবৈধ ছিলেন। তার দেশের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়।

প্রবাসী বাংলাদেশির অকাল মৃত্যুতে কমিউনিটি ও বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

এমআরএম/জেআইএম