মিশরে প্রবাসীদের বিজয় উল্লাস ও মিষ্টি বিতরণ
তুমুল গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ায় উচ্ছ্বাস প্রকাশ করে বিজয় উল্লাস ও মিষ্টি বিতরণ করেছেন মিশরে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীরা।
সোমবার (৫ আগস্ট) বিখ্যাত আল-আজহার মসজিদ ও বিশ্ববিদ্যালয় ছাত্রাবাসে নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করেন তারা।
সন্ধ্যায় দেশটিতে বাংলাদেশি ছাত্র সংগঠন ইত্তেহাদের অঙ্গ সংগঠন ‘আজহার ওয়েলফেয়ার সোসাইটি’র উদ্যোগে আল-আজহার বিশ্ববিদ্যালয় ছাত্রাবাসে (মদিনাতুল বুউস) ক্রিকেট ম্যাচ, মিষ্টি বিতরণ, দেশাত্মবোধক গান, সম্প্রতি দেশে নিহতের জন্য দোয়ার আয়োজন করেন বাংলাদেশি শিক্ষার্থীরা।
সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় দেশে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। এতে তুমুল বিতর্কের মুখে পড়ে আওয়ামী লীগ সরকার। জুলাই মাসে শুরু হওয়া ছাত্র-আন্দোলন ধীরে ধীরে তীব্র হতে থাকে।
অবশেষে ৫ আগস্ট ছাত্র আন্দোলন ও গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে হেলিকপ্টারযোগে দেশ ছাড়েন শেখ হাসিনা।
ইএ/জেআইএম