ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

মালদ্বীপের ডেপুটি কন্ট্রোলারের সঙ্গে দূতালয় প্রধানের সাক্ষাৎ

মোহাম্মদ মাহামুদুল | মালদ্বীপ | প্রকাশিত: ০৯:১৫ পিএম, ২৯ জুলাই ২০২৪

প্রবাসীদের সমসাময়িক সমস্যা সমাধানের জন্য মালদ্বীপের ডেপুটি কন্ট্রোলারের সঙ্গে বৈঠক করেছেন শ্রম ও দূতালয় প্রধান মো. সোহেল পারভেজ।

রোববার (২৮ জুলাই) হাইকমিশনের কাউন্সেলর শ্রম ও দূতালয় প্রধান মো. সোহেল পারভেজ মালদ্বীপের ডেপুটি কন্ট্রোলার অব ইমিগ্রেশন আহমেদ আশফানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় ইমিগ্রেশনের বিভিন্ন সমসাময়িক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। সেইসঙ্গে অবৈধ প্রবাসীদের বৈধকরণ ও ইমিগ্রেশনের বিভিন্ন অপারেশনে বৈধ ভিসাধারী প্রবাসী বাংলাদেশিরা যেন কোনো হয়রানির শিকার না হয় সে বিষয়ে অনুরোধ জানানো হয়।

সাক্ষাৎকালে মিশনের কল্যাণ সহকারী মোহাম্মদ জসিম উদ্দিন ও ইমিগ্রেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআরএম/এমএস