ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

দক্ষিণ আফ্রিকা

মাহফিল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ১৩ জুলাই ২০২৪

দক্ষিণ আফ্রিকায় লরির ধাক্কায় মোশারফ হোসেন মিলন (৩৬) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার দেশটির নর্থওয়েস্ট প্রভিন্সের ব্রিটস এলাকায় ওয়াজ-মাহফিল থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

এমদাদ হোসেন নামে নিহতের এক স্বজন জানান, দক্ষিণ আফ্রিকার মিউল্যান্ড তুর্কি মসজিদে মাহফিলে অংশগ্রহণ শেষে প্রিটোরিয়া যাওয়ার পথে লরির ধাক্কায় ঘটনাস্থলে মারাত্মক আহত হন মোশারফ হোসেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাড়িতে থাকা অপর দুজনও আহত হয়েছেন।

তিনি জানান, মোশারফ হোসেন ২০১১ সালে দক্ষিণ আফ্রিকায় যান। দেশটিতে তার নিজস্ব দুটি দোকান রয়েছে। পাঁচমাস আগে দেশ থেকে ছুটি কাটিয়ে গেছেন। এখন তার মরদেহ সেখানকার একটি হাসপাতালের মর্গে রয়েছে। প্রবাসী বাংলাদেশিরা মরদেহ দেশে পাঠানোর জন্য প্রক্রিয়া শুরু করেছেন।

নিহতের বাবা নুর ইসলাম বলেন, ছেলের মরদেহ দ্রুত দেশে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেন।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান বলেন, নিহত যুবকের মরদেহ দেশে আনতে প্রশাসন থেকে পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

আবদুল্লাহ আল-মামুন/এমআরএম/জেআইএম