আমিরাতে বন্যাকবলিত প্রবাসীদের পাশে বাংলাদেশ কনস্যুলেট
সংযুক্ত আরব আমিরাতে ৭৫ বছরের ইতিহাসে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট ও বাংলাদেশ সমিতি শারজাহ।
শনিবার (২০ এপ্রিল) শারজায় বাংলাদেশি অধ্যুষিত এলাকা পরিদর্শন করে ৫০০ শতাধিক প্রবাসীদের মাঝে খাবার ও পানীয় বিতরণ করা হয়।
বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বাংলাদেশি নাগরিকদের সঙ্গে দেখা করে কনস্যুলেটের পক্ষ থেকে সহানুভূতি ও সংহতি প্রকাশ করেন।
এসময় তিনি ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহযোগিতায় বাংলাদেশি ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান।
পরিদর্শনকালে কনসাল জেনারেল এই চ্যালেঞ্জিং সময়ে সহযোগিতা ও সহায়তা প্রদানের জন্য কনস্যুলেটের প্রতিশ্রুতির কথা জানিয়ে বন্যা দুর্গতদের আশ্বস্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট লেডিস গ্রুপের সভাপতি আবিদা হোসেন, বাংলাদেশ সমিতি শারজার সভাপতি এম এ বাশার, লেবার কাউন্সিলার মো. আব্দুস সালাম, শারজাহ সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার করিমুল হক, মো. জাহাঙ্গির, বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ, পারেভজ, রুপুসহ সামাজিক সংগঠক ও গণমাধ্যম কর্মীরা।
জেডএইচ/এমএস