জার্মানপ্রবাসী ইউনুস খানের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
জার্মান বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. ইউনুস আলী খানের আর্থিক সহযোগিতায় শুক্রবার মুন্সীগঞ্জ দীঘিরপাড় বাজার মাঠে দুস্থ অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রি বিতরণ করা হয়েছে।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদা হক কনিকাসহ অনেকে।
সভাপতিত্ব করেন টঙ্গিবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম আসুনাল কবির। এলাকাবাসীর সহযোগিতায় অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় আইরিন ইসলাম, সাজেদা রহমান জলি, সাজু এবং রবিন, গাজীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
ইউনুস আলী খান দীর্ঘদিন ধরে জার্মানিতে বসবাস করছেন। তিনি জার্মানি আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানির প্রতিষ্ঠাতা ও সভাপতি। এছাড়াও ইউনুস আলী খান জার্মানির রাজনৈতিক দল সিডিইউ এর মাইঞ্জ শহরের কার্যনির্বাহী কমিটির সদস্য।
তিনি সিডিইউ থেকে একাধিকবার মাইঞ্জ শহরের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। রাজনীতির পাশাপাশি সমাজসেবক হিসেবে প্রবাসে এবং দেশে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তিনি।
ইউনুস আলী খান জানিয়েছেন, সবার উচিত সামর্থ্য অনুযায়ী দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানো। ভবিষ্যতেও ব্যক্তিগত উদ্যোগে এ ধরনের সমাজকল্যাণমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
এমআরএম/জেআইএম