ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

গ্রিসপ্রবাসী অসুস্থ বেলায়েতের পাশে প্রবাসী কল্যাণ ডেস্ক-ব্র্যাক

মতিউর রহমান মুন্না | গ্রিস | প্রকাশিত: ০৯:২০ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

গ্রিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরেছেন ব্রেইন স্ট্রোকে প্যারালাইজড অবস্থায় আসা গ্রিসপ্রবাসী বাংলাদেশি বেলায়েত হোসেন।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ গ্রিস প্রবাসী ব্রেইন স্ট্রোকে প্যারালাইজড বেলায়েত হোসেনের পুনর্বাসন, উন্নত চিকিৎসা ও নিরাপদ আবাসনের জন্য বিমানবন্দর থেকে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ম্যানেজার আল আমিন নয়নের কাছে হস্তান্তর করেন।

এ সময় প্রবাসী কল্যাণ ডেস্কের শিফট ইনচার্জ মু. আব্দুল হান্নান, প্রবাসী কল্যাণ ডেস্ক ও ব্র্যাকের অন্যান্য কর্মকর্তা, বেলায়েত হোসেনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, গ্রিসে ব্রেইন স্ট্রোক করে বেলায়েতের শরীরের এক পাস সম্পূর্ণ প্যারালাইজড হয়ে যায়। সেখানে চিকিৎসার ফলে কিছুটা সুস্থ হন কিন্তু প্যারলাইজড অংশ এখনও পুরোপুরি সুস্থ হয়নি।

গ্রিসপ্রবাসী অসুস্থ বেলায়েতের পাশে প্রবাসী কল্যাণ ডেস্ক-ব্র্যাক

বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় ১৫ ফেব্রুয়ারি এথেন্সের হাসপাতাল থেকে রিলিজ নিয়ে শনিবার দেশে ফেরেন বেলায়েত হোসেন। তিনি সেখানে থাকা অবস্থায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ নিয়েছিলেন। ফলে তিনি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে চিকিৎসার জন্য ১ লাখ টাকা পাবেন বলে জানিয়েছেন দেবব্রত ঘোষ।

পরবর্তীতে ব্র্যাকের পক্ষ থেকে ভুক্তভোগীকে দীর্ঘমেয়াদি আবাসন চিকিৎসাসহ সার্বিক সহায়তা দেওয়া হবে বলেও জানা গেছে।

এ ব্যাপারে দূতাবাসের কাউন্সিলর (শ্রম) বিশ্বজিৎ কুমার পাল জানান, ব্রেইন স্ট্রোক করে বেলায়েত হোসেনের শরীরের একাংশ সম্পূর্ণ প্যারালাইজড হয়ে যায়। সেখানে দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে চিকিৎসার ফলে কিছুটা সুস্থ হন কিন্তু প্যারলাইজড অংশ এখনও পুরোপুরি সুস্থ হয়নি।

পরে তার পরিবারের সঙ্গে আলোচনা করে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় ১৫ ফেব্রুয়ারি এথেন্সের হাসপাতাল থেকে রিলিজ নিয়ে গত শনিবার দেশে ফেরেন বেলায়েত হোসেন।

এমআরএম/এমএস