কাতার বাংলাদেশ দূতাবাসে চলছে কনস্যুলার সেবা সপ্তাহ
প্রবাসীদের দ্রুত ও সহজে সেবা দেওয়ার লক্ষ্যে কাতার বাংলাদেশ দূতাবাসে চলছে কনস্যুলার সেবা সপ্তাহ। রোববার (২৪ ডিসেম্বর) এ কনস্যুলার সেবা সপ্তাহ শুরু হয়। চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।
এ উপলক্ষে নতুন সাজে সেজেছে দোহা আল হেলালের বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দূতাবাস চত্বরে আয়োজিত সেবা সপ্তাহের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকারের অংশ হিসেবে এ সেবা সপ্তাহের আয়োজন করা হয়। উপস্থিত যেকোন সেবা গ্রহণের সরাসরি আবেদন গ্রহণ, পাসপোর্ট আবেদন ও বিতরণ কার্যক্রম, আইনি সহায়তা ও পরামর্শ দান, ডিটেনশন সেন্টার ও অসুস্থ প্রবাসীদের দেখতে হাসপাতাল ও কারাবন্দী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাতসহ বিভিন্ন সেবা দিচ্ছে দূতাবাস।
এসময় বিপুলসংখ্যক সেবা প্রার্থী প্রবাসী বাংলাদেশিসহ দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এসআইটি/জেআইএম