ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

মালদ্বীপ টানা চতুর্থবার পর্যটনে সেরা গন্তব্য খেতাব পেয়েছে

মোহাম্মদ মাহামুদুল | মালদ্বীপ প্রতিনিধি | প্রকাশিত: ০৯:১৭ এএম, ০৪ ডিসেম্বর ২০২৩

নীল পানির দেশ মালদ্বীপ টানা চতুর্থবারের মতো পর্যটনে বিশ্বের সেরা গন্তব্যের খেতাব জিতেছে। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডসের (ডব্লিউটিএ) আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে মোট ১৭টি দেশ।

শনিবার (২ ডিসেম্বর) স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দুবাইয়ের বুর্জ আল আরব হোটেলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে মালদ্বীপকে বিশ্বের সেরা পর্যটন শিল্পের জন্য গন্তব্য বলে ঘোষণা করা হয়।

মালদ্বীপের সৌন্দর্য দুনিয়াজোড়া মানুষকে মুগ্ধ করে। দেশটিকে পর্যটনের ‘অস্কার’ হিসেবে আখ্যায়িত করে পুরস্কার দেয় ডব্লিউটিএ।

আরও পড়ুন: মালদ্বীপ ভ্রমণে খরচ কমাতে কখন যাবেন?

মালদ্বীপ এই অনুষ্ঠানে ডব্লিউটিএর গ্লোবাল ট্যুরিজম রেজিলিয়েন্স অ্যাওয়ার্ড ছাড়াও দেশটির মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশন্স করপোরেশন (এমএমপিআরসি) বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্যটন বোর্ড হিসেবেও স্বীকৃতি পেয়েছে। এ নিয়ে টানা দ্বিতীয় বছর এ পুরস্কার পেলো মালদ্বীপের এই সংস্থাটি।

বিশ্বের শীর্ষস্থানীয় বিমানবন্দর হোটেল এবং রিসোর্টের সাতটি পুরস্কারের পেয়েছে দেশটির হুলহুলে বিমানবন্দর হোটেল, বুটিক বিমানবন্দর হোটেল, সাংগ্রি-লা, হোটেল জেন মালে, হানিমুন রিসোর্ট জে এ মানাফারু, বিলাসবহুল হানিমুন রিসোর্ট ভাক্কারু মালদ্বীপ, লাক্সারি আইল্যান্ড রিসোর্ট ভোমুলি, প্রাইভেট আইল্যান্ড রিসোর্ট ভিলা, ওয়াটার ভিলা রিসোর্ট পান্না মালদ্বীপ-স্পা। বিশ্বের সবচেয়ে রোমান্টিক রিসোর্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে বারোস মালদ্বীপ।

ডব্লিউটিএ দেশটির সাবেক পর্যটনমন্ত্রী ড. আবদুল্লাহ মাসুমকে চলতি বছরের সেরা পর্যটনমন্ত্রী হিসেবেও মনোনীত করেছেন। দুবাইয়ের বুর্জ আল আরব হোটেলে আয়োজিত ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ড. মৌসুমকে এই পুরস্কার দেওয়া হয়।

এমআরএম/জেআইএম