ভিয়েনায় ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ দূতাবাসের শিরোপা জয়
গত বছরের মতো এবারও ভিয়েনাস্থ ক্রিকেট প্রিয় দেশগুলোর দূতাবাস সমূহের উদ্যোগে এক প্রীতি টুর্নামেন্টের আয়োজন করা হয়। ভিয়েনাস্থ বাংলাদেশ ও শ্রীলঙ্কা দূতাবাস ও স্থায়ী মিশনের যৌথ আয়োজনে ডে লা সালে স্পোর্টজেনট্রামে ৩ সেপ্টেম্বর দূতাবাস কাপ ক্রিকেট টুর্নামেন্টটি আয়োজিত হয়।
এতে ৮টি দূতাবাসের কর্মকর্তা দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। গ্রুপ পর্যায়ের খেলা শেষে দুই গ্রুপের শীর্ষ দল হিসেবে বাংলাদেশ ও ভারত দূতাবাস ফাইনালে উন্নীত হয়।
ফাইনালে ভারতীয় দূতাবাসকে হারিয়ে বাংলাদেশ দূতাবাস দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উল্লেখ্য, বাংলাদেশ দূতাবাসের এটা টানা দ্বিতীয় শিরোপা। ২০২২ সালেও একই টুর্নামেন্টে বাংলাদেশ দূতাবাস চ্যাম্পিয়ন হয়।
উৎসবমুখর এ দিনটিতে অংশগ্রহণকারী সকল দেশের রাষ্ট্রদূতসহ অংশগ্রহণকারী দূতাবাসসমূহের কূটনীতিক সপরিবারে অংশগ্রহণ করেন। খেলার পাশাপাশি বিভিন্ন দূতাবাসের প্যান্ডেলগুলোতে স্থানীয় খাবারের পরিবেশন ছিল অন্যতম আকর্ষণ।
এমআরএম/জেআইএম