ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

বেলজিয়াম আওয়ামী লীগের শোক দিবস পালন

ফারুক আহাম্মেদ মোল্লা | প্রকাশিত: ০৯:৫২ এএম, ১৭ আগস্ট ২০২৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বেলজিয়াম আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার রাজধানী ব্রাসেলসের একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে ১৫ আগস্ট শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহিদুল হকের সভাপতিত্বে, অনুষ্ঠানটি পরিচালনা করেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ।

বক্তব্য দেন, উপদেষ্টা ড. ফারুক মির্জা, সহ-সভাপতি হুমায়ুন মাকছুদ (হিমু) ,বাবু নিরঞ্জন রায়, খোকন শরীফ। সাংবাদিক গ্যারি কার্টরাইট, যুগ্ম সম্পাদক, দাউদ খান সোহেল, দপ্তর সম্পাদক রাইসুল ইসালাম রাসেল, প্রচার সম্পাদক আখতারুজ্জামান, বেলজিয়াম যুবলীগের সাধারণ সম্পাদক খালেদ মিনহাজ।

Belgiam1.jpg

এই বর্বর হত্যাযজ্ঞ ছিল বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়। সদ্য স্বাধীনতাপ্রাপ্ত একটি দেশের আত্মবিকাশকে রুদ্ধ করে দেওয়াই ছিল এই বর্বরোচিত হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, বাংলাদেশি হিসেবে আজ আমাদের যে গর্বিত অস্তিত্ব ও বিশ্ব পরিমন্ডলে আমাদের উজ্জ্বল পরিচিতি এ মহান নেতার অবদানের ফসল।

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনায় সাবেক যুগ্ম সম্পাদক, মুর্শেদ মাহমুদ।

আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব নুরুল ইসলাম আশু, বেলজিয়াম আওয়ামী লীগ কার্যকরী সংসদ সদস্য প্রদীপ সরকার, এন্তরপ আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক, শাহীন আহমেদ, নিম্মি রায়, নিলা নুশরাত, জালাল আহাম্মেদ, বেলজিয়াম আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী ও বাংলাদেশ কমিউনিটির নেতারা।

এমআরএম/এমএস