কানাডায় জেরিন আর্ট স্কুলের বার্ষিক বনভোজন
কানাডায় জেরিন আর্ট স্কুলের উদ্যোগে হয়ে গেলো বার্ষিক বনভোজন ও চিত্রাঙ্কান প্রতিযোগিতা। হাই রিভার ক্যাম্পগ্রাউন্ডে এই বনভোজনের আয়োজন করা হয়। ছায়া শীতল চত্বরে নানা আয়োজনে আনন্দে মেতে উঠেছিল শিশু শিক্ষার্থীরা। সঙ্গে বাড়তি যোগ হয়েছিল অভিভাবকদের সেই চিরচেনা প্রাণখোলা আড্ডা।
চমৎকার আবহাওয়া ও ছায়া নিবিড় ক্যাম্পের পরিবেশ। সব মিলিয়ে এক আলাদা প্রশান্তি এনে দিয়েছিল সবার মনে।
অবিভাবকদের উদ্যোগে এবারের বনভোজনের আয়োজন করা হয়। ৬০ জন শিক্ষার্থী ও অবিভাবক বনভোজনে অংশগ্রহণ করেন। শিশুদের চিত্রাঙ্কনসহ নানা আয়োজনের পাশাপাশি সুস্বাদু খাবারের ব্যবস্থা করা হয়।
আরও পড়ুন> জার্মানিতে শাবিপ্রবির সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী
এ ছাড়াও শিল্পী প্রসাদ-পুর্বাশা চৌধুরী, শেখর কুমার সান্যাল, আবৃতি শিল্পী আবীর খন্দকারের পরিবেশনা আয়োজনটিকে আরও উপভোগ্য করে তোলে।
বনভোজনের আয়োজক ও অঙ্কন আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা জেরিন তাজ জলেন, দীর্ঘদিন প্রবাসে থাকলেও ছোট ছোট শিশু-কিশোরদের চিত্রাঙ্কানের মধ্য দিয়ে বাংলার রূপ খুঁজে পাবার প্রয়াসেই ছিল এই আয়োজনের উদ্দেশ্য।
এসএনআর/জেআইএম