কাতারে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে বিশ্ব ‘মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ প্রেসক্লাব কাতার। স্থানীয় সময় বুধবার রাতে রাজধানীর দোহা নাজমা সাবেক সুন্দরবন রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের আহ্বায়ক ইউসুফ পাটোয়ারী লিংকনের সভাপতিত্বে ও সদস্য সচিব আকবর হোসেন বাচ্চুর সঞ্চালনায় বক্তব্য দেন- কাতার প্রবাসী সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন মামুন, এম এ সালাম, কাজী মোহাম্মদ শামীম, আহসান উল্লাহ সজিব, সাদ্দাম হোসেন, মহিউদ্দিন চৌধুরী প্রমুখ।
প্রতি বছর ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি’।
ইউনেস্কোর সুপারিশে ৩০ বছর ধরে মুক্ত গণ মাধ্যম দিবস পালন করছে জাতিসংঘ। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এই দিবস পালনের অন্যতম উদ্দেশ্য।
এমআরএম/এএসএম