দক্ষিণ আফ্রিকায় বড় ভাইয়ের মাথায় গুলি করে ছোট ভাইকে অপহরণ
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ী নাজমুল হোসেনের কপালে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এরপর নিহতের ছোট ভাই শামীম রহমানকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এখনো শামীমের সন্ধান দিতে পারেনি দেশটির পুলিশ।
শুক্রবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ৯টার পর জোহানসবার্গের বেননী এলাকায় এ ঘটনা ঘটে।
এই দুই ভাইয়ের বাড়ি নোয়াখালীর সোনাইমুডি থানার নজরপুর গ্রামে। তারা দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করতেন।
নিহতের মামা দক্ষিণ আফ্রিকা প্রবাসী দেলোয়ার হোসেন বলেন, দোকান বন্ধ করে নিজেদের গাড়িতে বাসায় যাচ্ছিলেন ওই দুই ভাই। এসময় বাসার সামনে ওঁতপেতে থাকা দুর্বৃত্তরা তাদের ওপর হামলা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে বড় ভাই নাজমুল হোসেনের কপালে গুলি করে দুর্বৃত্তরা। এতে তিনি মারা যান। এরপর ছোট ভাই শামীম রহমানকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।
ঘটনার সময় বিদ্যুৎ না থাকায় ওই এলাকা অন্ধকার ছিল বলে জানান নিহতের মামা।
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি কমিউনিটি সংগঠন মুক্তবাংলা ফাউন্ডেশনের প্রধান উদ্যোক্তা শফিকুর রহমান বলেন, খুবই মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। রাত ৩টা পর্যন্ত আমরা ঘটনাস্থলে থেকে স্থানীয় কমিউনিটিসহ পু্লিশ প্রশাসনকে অবগত করেছি। অপহৃত শামীম রহমানকে খুঁজে বের করার কাজ চলছে।
তিনি জানান, নিহত নাজমুলের মরদেহ পু্লিশ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে।
জেডএইচ/জেআইএম