ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

বাহরাইনে বিজয় দিবস কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

সালেহ আহমদ সাকী | প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ১০ ডিসেম্বর ২০২২

বাহরাইনে বিজয় দিবস কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের মহান বিজয় দিবস ও বাহরাইনের জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইয়াং অ্যাসোসিয়েশন বাহরাইন-এ টুর্নামেন্ট আয়োজন করে।

শুক্রবার (৯ ডিসেম্বর) দেশটির স্থানীয় সময় দুপুর ১টা থেকে সালমাবাদের গালফ অ্যায়ার ক্লাব মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।

বাংলাদেশ ইয়াং অ্যাসোসিয়েশন বাহরাইন-এর সভাপতি নাজির আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মাহফুজুর রহমান, বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সভাপতি (সাবেক) আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক (সাবেক) আইনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক (সাবেক) জসিম উদ্দিন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি কয়েস আহমদ, সিলেট বিভাগীয় পরিষদ বাহরাইনের প্রতিষ্ঠাতা সভাপতি তাজ উদ্দিন সিকান্দার, বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইনের সভাপতি বশির আহমদ, ইয়াং অ্যাসোসিয়েশনের উপদেষ্টা রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, নুরুল ইসলাম নুর, যুবলীগ বাহরাইন শাখার যুগ্ম আহ্বায়ক নজির আহমদ, হিন্দু মহাজোট বাহরাইন শাখার সাধারণ সম্পাদক বিষ্ণুপদ দেব, প্রবাসীমুখ সুনামগঞ্জ গ্রুপের সভাপতি জাহাঙ্গীর হায়দার, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক মোতালেব বিএসএল, সিলেট ডিভিশন গ্রুপের সভাপতি শাহিন আহমদ, রুমন, প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সহ-সভাপতি হুমায়ূন কবির।

খেলায় পায়রা উড়িয়ে দেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নজরুল ইসলাম ও বিজনেস ফোরামের সভাপতি (সাবেক) আবুল কালাম আজাদ।

এসময় রাষ্ট্রদূত প্রবাসী তরুণদের সঙ্গে ক্রিকেট খেলায় মেতে উঠেন। প্রবাসী তরুণ ক্রিকেটাররা রাষ্ট্রদূতকে পেয়ে দারুণ উচ্ছ্বসিত হয়।

রাষ্ট্রদূত প্রবাসী তরুণদের বাহরাইন ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত বিভিন্ন ক্রিকেট খেলায় অংশগ্রহণ ও দেশের মর্যাদা বৃদ্ধিতে কাজ করার আহ্বান জানান।

এমআইএইচএস/এএসএম