মাল্টায় আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন
মাল্টা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করা হয়েছে। কুরআন থেকে তেলোওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর গীতা পাঠ এবং জাতীয় সংগীতের পর আলোচনা সভার আয়োজন করা হয়।
মাল্টা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কাজেম আলী স্বপনের সভাপতিত্বে ও মাল্টা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউসার আমিন হাওলাদারের পরিচালনায় ও মালটা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজিব দাশের সহযোগিতায় আয়োজনটি উদযাপিত হয়।
এ সময় মালটা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাওসার আমিন হাওলাদার এবং সাংগঠনিক সম্পাদক রাজিব দাস শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার সঙ্গে নেত্রীর দুর্নীতির বিরুদ্ধে অভিযানকে স্বাগত জানান। বাংলাদেশ আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার জন্য মাল্টা আওয়ামী লীগে অতীতের চেয়ে এখন সুসংগঠিত করছেন বলে জানান।
একই সঙ্গে মাল্টা আওয়ামী লীগের পরিচালনা কমিটিতে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত চেয়ে সবার সহযোগিতা কামনা করেন। তবে অতীতের চেয়ে মালটা আওয়ামী লীগে এখন আর কোনো দ্বিখণ্ডিত ভেদাভেদ নেই এখন মাল্টা আওয়ামী লীগ সুসংগঠিত ঐক্যবদ্ধ বলে তিনি নিশ্চিত করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- সহ-সভাপতি অরুণ চন্দ্র কর্মকার, যুগ্ম-সাধারণ সম্পাদক তপন ঘোষ, সাংগঠনিক সম্পাদক রাজিব দাশ, কোষাধ্যক্ষ আল-আমিন, প্রদীপ দাশ, আনোয়ার মোল্লা, নাসির উদ্দিন, হাবিবুর রহমান, নজরুল ইসলাম, মিল্টন, আবুল কালাম আজাদ, জামাল খান, দুর্জয়, আসিফ, জসিম, মাইদুল ও মোহাম্মদ দিপুসহ অন্যান্য নেতারা।
এমআরএম/এমএস