জাজ মাল্টিমিডিয়ার সিইওকে হত্যার হুমকি, কাতারে প্রতিবাদ সভা
কানাডা প্রবাসী ও জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিম উল্লাহ খোকনকে হত্যার হুমকিদাতা সোহেল রানার দ্রুত গ্রেফতার দাবিতে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ সাংস্কৃতিক মঞ্চ, কাতার।
বৃহস্পতিবার (২৮ জুলাই) স্থানীয় সময় রাতে কাতারের রাজধানী দোহার নাজমা আফগান রেস্টুরেন্টে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করে আলিম উল্লাহ খোকনের মামলায় দীর্ঘদিন জেলে ছিলেন সোহেল রানা। সম্প্রতি সোহেল রানা জেল থেকে জামিনে বের হয়ে খোকনকে ওই মামলা তুলে না নিলে হত্যার হুমকি দেন।
এ সময় বাংলাদেশ সরকারকে আলিম উল্লাহ খোকনের জীবনের নিরাপত্তার দিতে সোহেল রানাকে আবারো দ্রুত গ্রেফতারের দাবি জানান বাংলাদেশ সাংস্কৃতিক মঞ্চ কাতারের নেতারা।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব গীতিকার জসিম উদ্দিন আকাশের সভাপতিত্বে ও সাংবাদিক আনোয়ার হোসেন মামুনের পরিচালনায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন আব্দুল জলিল, রাসেদুল হাসান সুমন, এসকে সফিক, ফয়েজ আহমেদ, আতিকুল মাওলা মিঠু, আলাউদ্দিন আলী, বাবুল আহমেদ ও শেখ আকতার হোসেন প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন ইউসুফ পাটোয়ারী লিংকন, আমিন ব্যাপারী, মোশারফ হোসেন জনী, আবুল কালাম ফয়সাল, সাদ্দাম হোসেন, খালেদ আহমেদ, জয়নাল আবেদীন শক্তিসহ আরও অনেকে।
এমপি/এএসএম