ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

লিসবনে বাংলাদেশিদের সর্ববৃহৎ ঈদের জামাত

আবু সাঈদ | প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ০৯ জুলাই ২০২২

পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত হলো ইউরোপের সর্ববৃহৎ ঈদের জামাত। ৯ জুলাই স্থানীয় সময় সকাল ৮টায় লিসবনের মার্টিম মনিজ নামক একটি পার্কে ৫-৭ হাজার মুসল্লির অংশগ্রহণে ঈদুল আজহা উদযাপন করেন প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য দেশের মুসলমানরা।

ঈদের জামাতের একমাত্র আয়োজক হিসেবে ছিল পর্তুগালে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতাকর্মীরা

বন্দর নগরী খ্যাত দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর পর্তোতে প্রথমবারের মতো খোলা আকাশের নিচে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়।

লিসবনে বাংলাদেশিদের সর্ববৃহৎ ঈদের জামাত

প্রবাসী বাংলাদেশিদের প্রতি বছরের ঈদ আয়োজনে সাড়া দিয়ে অংশগ্রহণ করেন হাজার হাজার মুসল্লিরা। এতো বড় ঈদের জামাতে অংশগ্রহণ করতে সবার মুখেই ফুটে ওঠে আনন্দের উচ্ছলতা।

লিসবনে বাংলাদেশিদের সর্ববৃহৎ ঈদের জামাত

নামাজ শেষে বাইতুল মোকাররম ইসলামিক সেন্টার লিসবন জামে মসজিদের খতিব মাওলানা অধ্যাপক আবু সাঈদ মোনাজাত পরিচালনা করেন।

লিসবনে বাংলাদেশিদের সর্ববৃহৎ ঈদের জামাত

এছাড়াও সহস্রাধিক মুসল্লি নিয়ে সকাল ৯টায় লিসবন কেন্দ্রীয় জামে মসজিদে, কাসকাইসে সকাল সাড়ে ৭টায়, অধিভেলাস সেকেন্ডারি স্কুল মাঠে সকাল সাড়ে ৭টায়, পর্যটন নগরী আলগারভ, মিল ফন্টেস, কুইমরা, মাদেইরা এবং সাগরকন্যা আছোরেস দ্বীপপুঞ্জসহ বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

এমআরএম/জেআইএম