বাহরাইনে সপ্তাহব্যাপী বাংলাদেশি শিল্পীর চিত্রপ্রদর্শনী
বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ও ‘কালার অব দা ইস্ট’ আর্ট গ্যালারির সহযোগিতায় “Glimpses of Bangladesh” শীর্ষক সিফ মলে দু’জন আলোক চিত্রশিল্পী মোস্তাফিজ মামুন ও আব্দুল মমিনের বিখ্যাত ছবিসমূহের প্রদর্শনী চলছে।
বৃহস্পতিবার (২৬ মে) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম এ ফটোগ্রাফি প্রদর্শনীর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিদেশি কূটনীতিক, বাহরাইনের সরকারী ঊর্ধতন কর্মকর্তা, লেখক, ট্যুর অপারেটরস, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিসহ, ব্যবসায়ী, সাংবাদিক এবং বাহরাইনে বসবাসকরত বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত নজরুল ইসলাম উদ্বোধনী শেষে আগত অতিথিদের সঙ্গে নিয়ে ফটোগ্রাফি প্রদর্শনী ঘুরে দেখেন। এসময় তিনি বলেন, বাহরাইনে এই প্রথম এ ধরনের বাংলাদেশের ফটোগ্রাফি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বাহরাইনের মাটিতে বাংলাদেশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে এ আয়োজন করা হয়।
তিনি বলেন, বাংলাদেশ-বাহরাইনের মাঝে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। বাহরাইনকেও বাংলাদেশের মাটিতে ফটোগ্রাফি প্রদর্শনীর মাধ্যমে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এতে দু’দেশের মধ্যকার পর্যটন খাতসহ ব্যবসা-বাণিজ্যর অধিকতর প্রাসার ঘটবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
প্রদর্শনীতে আলোক চিত্রশিল্পী মোস্তাফিজ মামুন ও আব্দুল মমিনের ৭০টি ছবি প্রদর্শিত হচ্ছে। এসব ছবির মাধ্যমে কৃষি, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, খাদ্য নিরাপত্তা অর্জন এবং অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের ছবিসহ অসাম্প্রদায়িক বাংলাদেশের চিত্র ফুটে উঠেছে। এ প্রদর্শনী আগামী ১ জুন পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
এমআরএম/জেআইএম