ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

সিডনিতে খাদ্যসামগ্রী বিতরণ নবধারার

মো. আবুল কালাম আজাদ | প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ১৯ মার্চ ২০২২

অস্ট্রেলিয়ায় একদিকে করোনা সংক্রমণ অন্যদিকে সিডনির বেশ কিছু অঞ্চলের বন্যা সাধারণ মানুষের জীবন বিপণ্ন করে তুলেছে। এর প্রভাবে জনজীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সংকট মোকাবিলায় অসহায়দের পাশে দাঁড়িয়েছি বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও ব্যক্তি-প্রতিষ্ঠান।

করোনা সংকটে গত মঙ্গলবার (১৫ মার্চ) সিডনির ল্যাকাম্বা এলাকার সামনে থেকে নবধারা অ্যাসোসিয়েশনের সদস্যরা প্যাকেটসামগ্রী তুলে দেন সমস্যাগ্রস্ত মানুষদের মাঝে। উপকরণ হিসেবে প্রতিটি প্যাকেটে ছিল চাউল, তৈল, নুডুলস ও পানির বোতল ইত্যাদি।

সিডনিতে খাদ্যসামগ্রী বিতরণ নবধারার

নবধারা অ্যাসোসিয়েশনের ‘হ্যান্ড ফর সাপোর্ট’ প্রোগ্রামের সভাপতি আবুল কালাম আজাদ খোকনসহ উপস্থিত ছিলেন লিপি আক্তার, আবিদা সুলতানা, আরমান, খায়েরুল কবির শান্ত, জয়নাল আবেদিন, রোজানা হাসান ও কামরুল ইসলাম।

সিডনিতে খাদ্যসামগ্রী বিতরণ নবধারার

নবধারা অ্যাসোসিয়েশন ও নবধারা ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবকরা বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক কার্যক্রম সফলভাবে পরিচালনা করে আসছেন। সংগঠনের পক্ষে মানবিক কাজের অংশ হিসাবে দ্বিতীয়বারের মতো ফুড উপহার কর্মসূচি বাস্তবায়ন করলো।

সিডনিতে খাদ্যসামগ্রী বিতরণ নবধারার

নবধারার প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ খোকন জানান, সংগঠনের পক্ষ থেকে সুযোগ থাকলে সামনে আরও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে বলে আশা করেন তিনি।

এমআরএম/জেআইএম