ওমানে প্রবেশে প্রয়োজন নেই করোনা পরীক্ষার
মীর মাহফুজ আনাম, মাস্কাট (ওমান) থেকে
ওমানে প্রবেশে ৭২ ঘণ্টা আগে করোনা পরীক্ষার যে বিধিনিষেধ ছিল, তা আজ (১ মার্চ) থেকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। ওমানের করোনা প্রতিরোধের সুপ্রিম কমিটি গতকাল এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্তের ঘোষণা দেন।
দেশটির একটি জাতীয় গণমাধ্যমে প্রচারিত খবরে বলা হয়, যেসব যাত্রী ওমান সরকার অনুমোদিত করোনার দুই ডোজ নিয়েছে তারা দেশটিতে প্রবেশের পূর্বে কোনো প্রকার কোভিট পরীক্ষা দিতে হবে না। যার ফলে দীর্ঘ দুই বছর ধরে আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করে নিলো তেল সম্মৃদ্ধ দেশটি।
একই সঙ্গে শীতল করা হয়েছে মাস্কের ব্যবহারও। আজ (১ মার্চ) থেকে বাইরে চলাফেরায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক নয়। তবে, সংকীর্ণ স্থানে পাশাপাশি থাকলে মাস্ক পরিধান করতে হবে। হোটেলে ধারণক্ষমতা শতভাগও করা যাবে বলে এক বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়।
করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ ও জনজীবন স্বাভাবিক করতে বিধিনিষেধ আরোপ শীতল করা হচ্ছে বলে সুপ্রিম কমিটির পক্ষ থেকে বলা হয়েছে।
ওমান সরকারের এ সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করেছে সেখানে বসবাসরত প্রবাসীরা। ওমানস্থ বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সাধারণ সম্পাদক এম. এন আমিন বলেন, এ সিদ্ধান্তের ফলে প্রবাসীদের ভোগান্তির অবসান হলো। ওমান সরকারের প্রতি প্রবাসীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা।
এমআরএম/জেআইএম