ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

দক্ষিণ আফ্রিকায় আরও এক বাংলাদেশিকে হত্যা

প্রবাস ডেস্ক | প্রকাশিত: ০২:৫২ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২২

দক্ষিণ আফ্রিকায় একদিনের ব্যবধানে আরও এক বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দেশটির প্রিটোরিয়া সংলগ্ন হামাসক্রালে নৃশংস এই ঘটনা ঘটে।

জানা গেছে, ওই দিন রাত ১০টার দিকে কয়েকজন ডাকাত দোকানে প্রবেশ করে কর্মচারী মো. হাসানকে উপর্যপরি ছুরিকাঘাত করলে এ বাংলাদেশি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। পরে ডাকাত দল দোকানের নগদ টাকা ও মূল্যবান জিনিস নিয়ে পালিয়ে যায়।

হাসান নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার জিরতলী ইউনিয়নের বাসিন্দা। হাসানের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে, দক্ষিণ আফ্রিকায় মনির হোসেন (৩৬) নামে এক বাংলাদেশি যুবক দুর্বৃত্তের হাতে খুন হন। তিনি মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটা গ্রামের পলান মিয়ার ছেলে।

দীর্ঘদিন ধরে এ বাংলাদেশি দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে রড-সিমেন্টসহ নির্মাণ সামগ্রীর ব্যবসা করতেন। শুক্রবার বিকেলে মনিরের ছোট ভাই আশিক এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার থাবানচু এলাকায় চাঁদা না দেওয়ায় মো. গোলাম মোস্তফা (৩২) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন মোস্তফার খালাতো ভাই শেখ মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) আফ্রিকান স্থানীয় সময় রাত পৌনে ৮টার দিকে ঘটনাটি ঘটে। এ সময় সন্ত্রাসীরা তাকে হত্যা করে দোকানের মালামাল লুট করে নিয়ে যায়।

এমআরএম/এএসএম