ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

আসির প্রদেশ বঙ্গবন্ধু পরিষদের বিজয় দিবস উদযাপন

ক ম জামাল উদ্দীন | প্রকাশিত: ০২:৩০ পিএম, ১৮ ডিসেম্বর ২০২১

বঙ্গবন্ধু পরিষদ আসির প্রদেশ, সৌদি আরব স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ৫০তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। খামিস মুশাইতস্থ স্থানীয় হোটেল মিলনায়তনে ১৬ ডিসেম্বর রাত ১০টায় সভা অনুষ্ঠিত হয়।

এসময় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এস এম, জাহাঙ্গীর আলম ও সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম, এ, রহিম ফারুক মাহমুদী। প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা সাবেক ছাত্রলীগ নেতা আবুবকর কামাল।

প্রধান বক্তা ছিলেন উপদেষ্টা শফিউল আজম। বিশেষ বক্তা ছিলেন সহ-সভাপতি আব্দুল করিম। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি ফারুক রহমান, সাংগঠনিক সম্পাদক আশরাফ চৌধুরী, রফিকুল ইসলাম নাছির, মো. নেজামউদ্দিন, জাহাঙ্গীর বিন এস, এম, ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইউসুফ।

আরও বক্তব্য দেন- দপ্তর সম্পাদক এমদাদুল্লাহ চৌধুরী, আপ্যায়ন সম্পদক ওয়াহেদ আলী, হারাধন শীল, মো. তোজামউদ্দীন, মো. মোস্তাক পেকুয়া, আব্দুল কুদ্দুস, পেয়ারুল ইসলাম প্রমুখ।

jagonews24

বিজয়ের উল্লাসে উল্লসিত সমাবেশ সৌদি আরবের খামিস মুশাইত বাঙালিদের মিলনমেলায় পরিণত হয়। প্রধান অতিথি তার বক্তব্যে শেখ হাসিনার নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশের উন্নয়নের চিত্র প্রবাসীদের জ্ঞাতার্থে তুলে ধরেন।

জাতীয় অর্থনীতিতে প্রবাসীদের অবদান তুলে ধরেন এবং ২ শতাংশ প্রণোদনা দেওয়ায় প্রধানমন্ত্রী ও তার সরকারকে ধন্যবাদ জানান। দেশে বর্তমানে প্রবাসীদের বিদেশ আগমনে বিমান বন্দরে হয়রানি ও টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে দুর্ভোগ নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ও সকল প্রবাসীদের বৈধ ব্যাংকিং চ্যানেলে সম্ভব রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান।

পরে ধর্মবিষয়ক সম্পাদক মো. মো. ইউসূফের মিলাদ, দোয়া মাহফিল ও ভোজসভার মধ্য এই মিলনমেলা ও সমাবেশের সমাপ্তি হয়।

এমআরএম/এএসএম