ইতালির ভেনিসে স্থায়ী কনস্যুলেট অফিস স্থাপনের দাবি
ইতালির ভেনিসে স্থায়ী কনস্যুলেট অফিস স্থাপনের দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। শনিবার (২ অক্টোবর) মনফালকনে স্বদেশ-বিদেশ পাঠক ফোরাম আয়োজিত ‘মনফী সুপার ফুটবল লীগের’ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ দাবি জানান তারা।
ইতালির মনফালকনে যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করে ‘মানসিক ও শারীরিক’ বিকাশে সহযোগিতার লক্ষ্যে স্বদেশ-বিদেশ পাঠক ফোরামের আয়োজনেে এবং বাংলাদেশ সোশাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই ফুটবল লীগটি অনুষ্ঠিত হয়। লীগের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান।
সংগঠনের সভাপতি মো. জিয়াউর রহমান খান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মজনু দেওয়ান ও সিনিয়র সহ-সভাপতি মামুন আল রশিদ। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ দূতাবাস রোম কাউন্সিলর (শ্রম-কল্যাণ) মো. এরফানুল হক, স্বদেশ-বিদেশ’র প্রধান প্রতিষ্ঠাতা সম্পাদক ইকবাল হোসেন, খন্দকার তোফাজ্জল হোসেন তপন, ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা ফরিদুল ইসলাম আনিস, ফরিদ আহমেদ, জনি মিয়া, সারোয়ার কাওসার, রাফিক লিটন, আবুল হোসেন পাপ্পু ও মাজহারুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বিজয়ী দল ‘বন্ধু’ একাদশের অধিনায়ক আপেল ও তার দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন রাষ্ট্রদূত শামীম আহসান। রানারআপ দল ‘ভাই বন্ধু’ একাদশের অধিনায়ক ইয়াসিনের হাতে ট্রফি তুলে দেন শ্রম কাউন্সিলর এরফানুল হক।
এসময় সভাপতি তার বক্তব্যে মনফালকনে শহরের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের নানান সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। এর মধ্যে অন্যতম প্রধান সমস্যা- এই শহর থেকে মিলানে পাসপোর্ট নবায়ন ও অন্যান্য কাগজপত্র করতে অনেক সময় ব্যয় হয়। ভেনিস অঞ্চলের আশেপাশে প্রায় ৫০ হাজার বাংলাদেশির স্থায়ী বসবাস। তাই এ সমস্যা সমাধানের লক্ষ্যে এই শহরে শীঘ্রই একটি স্থায়ী কনস্যুলেট অফিস স্থাপনের জন্য রাষ্ট্রদূতের মাধ্যমে সরকারের নিকট অনুরোধ জানান তিনি।
স্বদেশ-বিদেশ’র প্রধান ও প্রতিষ্ঠাতা সম্পাদক ইকবাল হোসেন বলেন, স্বদেশ-বিদেশ পাঠক ফোরাম একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। এখানে সবার সহাবস্থানের মাধ্যমে কমিউনিটির কল্যাণে কাজ করা হয়।
প্রধান অতিথি রাষ্ট্রদূত শামীম আহসান আশ্বাস দিয়ে বলেন, যত দ্রুত সম্ভব মনফালকনে একটি কনস্যুলেট অফিসের সেবা দেওয়ার ব্যবস্থা করা হবে। প্রবাসে বাঙালি জাতির মর্যাদা রক্ষায় সবাইকে ইতালির আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে চলতে অনুরোধ জানান তিনি। এছাড়া পড়াশোনা, খেলাধুলা, ব্যবসা বাণিজ্যে এগিয়ে যাওয়ার তিনি প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করেন। প্রবাস জীবনের যেকোনো সমস্যা রাষ্ট্রদূতকে অবহিত করতে অনুরোধ করেন এবং সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করবেন বলে নিশ্চিয়তা তিনি।
ইউএইচ/জেআইএম
সর্বশেষ - প্রবাস
- ১ সংকট থেকে উত্তরণ: নৈতিকতা, সুশাসন ও সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন
- ২ অস্ট্রেলিয়ায় মানবপাচার চেষ্টা, ইন্দোনেশিয়ায় ১২ বাংলাদেশি উদ্ধার
- ৩ আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় প্রবাসী অধ্যাপক সাইদুর রহমান
- ৪ মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে পাসপোর্ট সেবাদানের উদ্যোগ হাইকমিশনের
- ৫ সিন্ডিকেটের অপেক্ষায় থেকে পুলিশে ধরা, ফেরত দেওয়া হলো বাংলাদেশিদের