সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত ৮০৩৫৬ জন, মোট মৃত্যু ৬৮
সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৮ জনের। গতকাল আক্রান্ত হয়েছে ১৪৫৭। মোট আক্রান্ত ৮০৩৫৬ জন। বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
আক্রান্তদের মধ্যে একজনের বয়স ৯০ ও অন্যজন ৫০ বছর বয়সী। প্রথম ব্যক্তি ৬৫ বছর বয়সী করোনায় আক্রান্ত হয়ে বুধবার মৃত্যুবরণ করেন। ১ সেপ্টেম্বর তিনি করোনায় আক্রান্ত হন। তিনি ভ্যাকসিন নেননি।
স্বাস্থ্য মন্ত্রণালয় রাতের আপডেটে জানিয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে কমিউনিটি থেকে ১ হাজার ২৭৭ জন, ডরমিটরি থেকে ১৭৬ জন ও বিদেশফেরত চারজনের করোনা শনাক্ত হয়। অর্থাৎ ২২ সেপ্টেম্বর মোট ১৪৫৭ জন করোনায় আক্রান্ত হন।
বর্তমানে সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত ১০৮৩ জন হাসপাতালে চিকিৎসাধীন। বেশিরভাগ রোগীর শারীরিক অবস্থা ভালো। এর মধ্যে অক্সিজেন সাপ্লিমেন্টের প্রয়োজন রয়েছে ১৪৫ জনের। ১৯ জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
যারা খুব অসুস্থ হয়ে পড়েছেন তাদের মধ্যে ১৩৪ জন ৬০ বছরের বেশি বয়সী। গত ২৮ দিনে ১৪ হাজার ৪১২ জনের করোনায় আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৯৭.৯ শতাংশের কোনো লক্ষণ ছিল না বা হালকা লক্ষণ ছিলো।
স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, তারা কয়েকটি ক্লাস্টার মনিটরিং করছে। এর মধ্যে তিনটি ডরমিটরি রয়েছে। ডরমিটরিগুলো হলো, উডল্যান্ড ডরমিটরি এই ক্লাস্টার থেকে নতুন ৮ জনসহ মোট ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
ব্লু স্টার ডরমিটরি থেকে নতুন ২২ জনসহ মোট ১৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এভারি লজ ডরমিটরি থেকে নতুন ১৭ জনসহ মোট ১৬০ জন করোনায় আক্রান্ত হয়েছে। সিঙ্গাপুরে সোমবার পর্যন্ত মোট করোনায় আক্রান্ত ৮০ হাজার ৩৫৬ জন ও করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৮ জনের।
এমআরএম/জেআইএম