ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

বাংলাদেশসহ ছয় দেশের সঙ্গে ফ্লাইট চালুর ঘোষণা কুয়েতের

মোহাম্মদ হেবজু | প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ২০ আগস্ট ২০২১

বাংলাদেশসহ ছয়টি দেশের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে কুয়েতের মন্ত্রিপরিষদ। করোনাভাইরাসের উচ্চঝুঁকি থাকায় নিষেধাজ্ঞায় ছিল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিসর, নেপাল।

ছয়টি দেশকে সীমাবদ্ধ রাখার পর বুধবারের এক বৈঠকে কুয়েতের মন্ত্রিপরিষদ নিষেধাজ্ঞা তুলে নিয়ে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট চালুর অনুমতি দিয়েছে।

এদিকে এয়ারলাইন্সগুলোর অনুরোধের ভিত্তিতে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্তসহ ফ্লাইটের ধারণক্ষমতা অনুযায়ী প্রতি ফ্লাইটে আসন সংখ্যা উল্লেখ করার ইঙ্গিত রয়েছে। এরই মধ্যে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে আগত যাত্রীর সংখ্যা সাত হাজার ৫০০-এ উন্নীত করা হয়েছে।

এই বিষয়ে কুয়েতে বিভিন্ন ট্রাভেল এজেন্সির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা বলেন, স্থানীয় গণমাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরটি দেখেছেন। তবে তারা বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর থেকে কোনো দিকনির্দেশনা না পেলে সঠিকভাবে কিছু বলতে পারবেন না।

তারা বলেন, বৃহস্পতিবার দুপর পর্যন্ত ট্রাভেল এজেন্সিগুলো বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর থেকে কোনো নির্দেশনা পায়নি। ট্রাভেল এজেন্সির সঙ্গে সংশ্লিষ্টরা আশা করছেন এবার ফ্লাইট খোলা হবে তবে হয়ত কিছু দিকনির্দেশনা থাকতে পারে বলে মনে করেন।

পূর্বের খবরে স্বাস্থ্য প্রয়োজনীয়তা পূরণ করে কুয়েত সরকার অনুমোদিত টিকা ফাইজার, অক্সফোর্ড ও মডার্নার দুই ডোজ অথবা জনসন অ্যান্ড জনসনের এক ডোজ টিকা এবং কুয়েতে প্রবেশের ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর সনদ ও কুয়েতে এসে নিজ বাসায় ৭ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার বিষয়ে কিছু উল্লেখ্য না করলেও করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে কিছু দিকনির্দেশনা থাকবে বলে অনেকে মনে করেন।

এমআরএম/জেআইএম