সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাসে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন
সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাসে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার (৮ আগস্ট) অনুষ্ঠানিকভাবে দিনটি উদযাপন করা হয়।
দিবসের প্রতিপাদ্য ছিল ‘বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী’। এ উপলক্ষে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাঠানো প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়।
এরপর বঙ্গমাতার জীবন ও কর্মভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
প্রামাণ্যচিত্রের পর দূতাবাসের কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আলোচনা এবং স্মৃতিচারণ। অনুষ্ঠানে দূতাবাসের হাইকমিশনার মো. তৌহিদুল ইসলাম স্মৃতিচারণ এবং আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এমআরএম/এএসএম