ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

ইস্তাম্বুল বিজয়ের ৫৬৮তম বার্ষিকী উদযাপন

মু. তারিকুল ইসলাম | প্রকাশিত: ০৬:০২ পিএম, ৩০ মে ২০২১

ইস্তাম্বুল শহর আগে কনস্টান্টিনোপল নামে পরিচিত ছিল। ১৪৫৩ সালের ২৯ মে উসমানীয় সুলতান দ্বিতীয় মুহাম্মদ ওই শহরটি জয় করে ইতিহাসের পাতায় নিজের নাম লেখান। এটি ছিল রোমান (বাইজেন্টাইন) সাম্রাজ্যের রাজধানী, যা বিজয় হওয়ার বিষয়ে রাসুলের (স.) ভবিষৎ বাণী হাদিসও রয়েছে।

jagonews24

চামলিজা টাওয়ার উদ্বোধন

ইস্তাম্বুল বিজয়ের ৫৬৮তম বার্ষিকী উপলক্ষে ২৯ মে ২০২১ ইস্তাম্বুলের উচ্চতম জায়গায় ‘চামলিজা টাওয়ারটি’ উদ্বোধন করেন আজ। যেখানে ১০০টি রেডিও এক সঙ্গে সম্প্রচার করতে পারবে। টাওয়ারের মোট উচ্চতা ৩৬৫ মিটার, একটি ৫৩তলা শক্তিশালী কংক্রিট কাঠামো নিয়ে গঠিত।

jagonews24

মেগা প্রজেক্ট ‘ইস্তাম্বুলের কৃত্রিম চ্যানেল’

সেখানে তিনি ইস্তাম্বুলের নতুন আরেকটি মেগা প্রজেক্ট ‘ইস্তাম্বুলের কৃত্রিম চ্যানেল’ নিয়ে কথা বলেন। ‘ইস্তাম্বুলের কৃত্রিম চ্যানেলের উপর দিয়ে ছয়টি সেতু থাকবে। চ্যানেলের ডান এবং বাঁমে দুটি শহর তৈরি করা হবে। একটি ইতিহাস রচনা করব।’

jagonews24

আন্তর্জাতিক ফাতিহ তীরন্দাজ টুর্নামেন্ট

গতকাল সন্ধ্যায় রাষ্ট্রপতি এরদোয়ান ভিডিও বার্তার মাধ্যমে ইস্তাম্বুলের বিজয়ের ৫৬৮তম বার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক ফাতিহ তীরন্দাজ টুর্নামেন্টের অনুষ্ঠানে বক্তব্য দেন।

jagonews24

রাষ্ট্রপতি এরদোয়ান বলেছেন, ‘আমরা গত বছর আয়া সোফিয়াকে ইবাদতের জন্য পুনরায় চালু করেছি, তার আগের বছর বৌয়ুক চামালিজা মসজিদকে উদ্ধোধন করেছি এবং গতকাল তাকসিম (স্কয়ার) মসজিদে প্রথম শুক্রবার পালন করে উদ্বোধনের মাধ্যমে আমরা আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য রক্ষা করছি।’

সেখানে তুরস্ক ও ৩০টিরও বেশি দেশ থেকে আসা ২০০ তীরন্দাজ অ্যাথলেট প্রতিযোগিতায় অংশ নেন। অংশগ্রহণকারী সবাইকে প্রেসিডেন্ট ধন্যবাদ জানান।

jagonews24

ইস্তাম্বুল বসফরাস টুর্নামেন্ট

২৯ মে ইস্তাম্বুল বিজয়ের ৫৬৮তম বার্ষিকী উদযাপনে ইস্তাম্বুল বসফরাস টুর্নামেন্ট ইয়ট এবং স্পোর্টস বোট প্রতিযোগিতা (রেস) অনুষ্ঠিত হয়েছে। সেখানে উদ্বোধন বক্তব্যে তুরস্কের যুব ও ক্রীড়া মন্ত্রী মেহমেট মুহরমরেম কাসাপওলু বলেন, ‘বিজয় মানে একটি সূচনা, মানে দ্বার উন্মোচন করা, অন্তরে প্রবেশ করা। নৌযান চালানো; এর অর্থ নতুন দিগন্ত এবং নতুনযাত্রা শুরু করা।’ ডলমাবাহি প্রাসাদের সামনে ৬০টি ইয়ট নিয়ে প্রতিযোগিতা (রেস) শেষ করা হবে।

jagonews24

ভিজ্যুয়াল পর্ব

ইস্তাম্বুলের বিজয়ের ৫৬৮তম বার্ষিকীতে আয়া সোফিয়ায় দোয়া এবং গালতা টাওয়ারের আকাশে একটি সিরিজ ভিজ্যুয়াল ইভেন্ট অনুষ্ঠিত হয়।

এমআরএম/জেআইএম