ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হাতে দুই বাংলাদেশি আহত

ফারুক আস্তানা | প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ১৯ মে ২০২১

দক্ষিণ আফ্রিকায় পৃথক ডাকাতির ঘটনায় ডাকাতের গুলি ও ছুরিকাঘাতে দুই বাংলাদেশি নাগরিক মারাত্মক আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মে) দেশটির জোহানেসবার্গের স্প্রিং ও ফ্রিস্টেট প্রদেশের ভেলকমে ঘটনা দুটি ঘটে।

জানা যায়, ভেলকম শহরের থাবংয়ে মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টার দিকে কয়েকজন সশস্ত্র ডাকাত সেলিম নামে এক বাংলাদেশির দোকানে ডাকাতি করে চলে যাওয়ার সময় গুলি চালায়। এতে সেলিম মারাত্মকভাবে আহত হন। তিনি বর্তমানে ভেলকমের একটি ক্লিনিকে চিকিৎসাধীন। তার বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলায়।

অন্য ঘটনাটি ঘটে জোহানেসবার্গের স্প্রিংয়ে। সেখানে ডাকাতের ছুরিকাঘাতে শেখ নাসির নামের এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। তিনিও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। নাসিরের গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের মাছিমপুর গ্রামে।

এসএস/এএসএম