করোনা বিধি লঙ্ঘন : দুবাইয়ে ৭ রেস্তোরাঁ বন্ধ, জরিমানা
আমিরাতে করোনা সংক্রমণ বাড়তে থাকায় দুবাই কর্তৃপক্ষ করোনা বিধি বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নিয়েছে। এ আইন লঙ্ঘন করায় দেশটির নামকরা ৭টি রেস্তোরাঁকে বন্ধ ও জরিমানা করা হয়েছে।
শুক্রবার এক বিবৃতিতে জানানো হয়েছে, করোনাভাইরাস সাবধানতা সংক্রান্ত আইন পালনে ব্যর্থ হওয়ার কারণে এ রেস্তোরাঁ বন্ধ করে দেয়া হয়েছে।
জানা গেছে, রেস্তোরাঁর কিছু ছবিতে কোভিড আইন অমান্য করে লোকের ভিড় দেখা যায়, যেখানে শারীরিক দূরত্বের নিয়ম মানা হয়নি এবং মুখে মাস্ক পরাও ছিল না।
দুবাই পুলিশ জানায়, কোভিড আইন অমান্য করে তারা বাইরে সমাবেশ করার কারণে জরিমানা করা হয়েছে। যার পরিমাণ ৫০ হাজার দিরহাম।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্টে দেখা গেছে, যেখানে দুবাই ডেজার্ট সাফারিতে কোভিড-১৯ বিধি লঙ্ঘন করে বেশ কয়েকটি গাড়িকে জড়ো হতে দেখা গেছে। এ সময় তাদের ৫০ হাজার দেরহাম জরিমানা করা হয়।
সেই সঙ্গে কোভিড আইন না মানায় সাতটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং ছয়টি আউটলেটকে স্বাস্থ্য এবং সুরক্ষা প্রোটোকল না মানার জন্য সতর্ক করা হয়েছে।
গত বৃহস্পতিবার কোভিড আইন না মানায় দুবাই পুলিশ একটি সমাবেশ বন্ধ করেছে এবং সমাবেশে উপস্থিত সবাইকে মাস্ক না পরার কারণে ৩,০০০ দেরহাম করে জরিমানা করেছে।
এমআরএম/এমএস