ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

মালয়েশিয়ার পুলিশকে ঘুষ দিতে গিয়ে দুই বাংলাদেশি গ্রেফতার

আহমাদুল কবির | প্রকাশিত: ১১:২৮ এএম, ২২ জানুয়ারি ২০২১

মালয়েশিয়া পুলিশকে ঘুষ দেয়ার অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় বেলা সাড়ে ৩ টার দিকে দেশটির লুনাস টোল রাস্তা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

২৭ ও ৩০ বছর বয়সী এই দুই বাংলাদেশি ট্যাক্সি নিয়ে কুলিম শহরে যাচ্ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে কুলিম জেলার পুলিশ প্রধান আজহার হাশিম জানান, এসজেআর স্টাফদের করা তদন্তে জানা গেছে, ওই দুজনের বৈধ ভ্রমণের দলিল এবং ক্রস-স্টেট পারমিট ছিল না। তাদের একজন দায়িত্বরত পুলিশ সদস্যকে ৫০০ রিঙ্গিত নগদ ঘুষ দেয়ার চেষ্টা করেছিলেন।

পুলিশ তাদেরকে এই কাজটি না করার জন্য সতর্কও করেছিল। দুবার সতর্ক করার পরেও তারা ঘুষ দেয়ার চেষ্টা চালায়।

পরে তদন্তের জন্য ওই দুই বাংলাদেশিকে পুলিশ গ্রেফতার করে বলে জানান আজহার হাশিম।

এসএস/জেআইএম