ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

আবুধাবির খেজুর তলায় ময়নামতি রেস্টুরেন্টের যাত্রা

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন | প্রকাশিত: ০৫:০৭ পিএম, ০২ ডিসেম্বর ২০২০

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির প্রাণকেন্দ্র ইলেক্ট্রাস্থ (প্রকাশ খেজুর তলা) পুরাতন ইত্তিসালাত বিল্ডিংয়ের পশ্চিমে যাত্রা শুরু করেছে ময়নামতি রেস্টুরেন্ট।

গত মঙ্গলবার (১ ডিসেম্বর) আবুধাবিস্থ বাংলাদেশি কমিউনিটির নেতা ব্যবসায়ী মুহাম্মদ ওমর ফারুক মানিকের মালিকানাধীন এই রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনকালে জনতা ব্যাংকের অডিট ও ইনস্ট্রাকশন ডিভিশনের মহাব্যবস্থাপক মুহাম্মদ মাহাবুবুর রহমান বলেন, প্রবাসীরা হচ্ছেন দেশের অর্থনীতির মেরুদণ্ড আর প্রবাসী ব্যবসায়ীরা হচ্ছেন দেশের অর্থনীতির প্রাণ সুতরাং ব্যবসায়ীদের জনতা ব্যাংকের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

প্রবাসীদের বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে অনুরোধ জানান তিনি।

জনতা ব্যাংক আমিরাত শাখাগুলোর সিইও মুহাম্মদ আমিরুল ইসলাম বলেন, জনতা ব্যাংক প্রবাসীদের নিজেদের প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের মালিক আপনারা। তিাই আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রাখা দায়িত্বও আপনাদের। গঠনমূলক আলোচনা সমালোচনা করবেন এবং আপনার রেমিট্যান্স পাঠিয়ে ব্যাংকে এগিয়ে নিবেন। আপনাদের কারণে দেশ আজ বহির্বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।’

জনতা ব্যাংকের আবুধাবি শাখার ব্যবস্থাপক মুহাম্মদ আবদুল হাই বলেন, রেমিট্যান্স পাঠানোর প্রণোদনাসহ প্রবাসীদের জন্য জনতা ব্যাংক বিভিন্ন সুযোগ সুবিধা রেখেছে। তাই দেশের স্বার্থে, দশের স্বার্থে এই ব্যাংকের মাধ্যমে ব্যাংকিং চ্যানেলের সব কাজ করবেন।

রেস্টুরেন্টের কর্ণধার ব্যবসায়ী মুহাম্মদ ওমর ফারুক মানিক বলেন, আমার ময়নামতি রেস্টুরেন্টের জন্য ২০ জন শ্রমিকের কোটা পাস হয়েছে। বাংলাদেশ থেকে শ্রমিক আনার ভিসা বন্ধ থাকলেও করোনাকালে শিথিলতার কারণে ভিজিটে আসা লোকদের ভিসা লাগানোর সুযোগ রয়েছে। কিন্তু ভিজিট ভিসাধারীদের এয়ারপোর্ট কনট্রাক্ট ছাড়া আসতে না দেওয়ায় বিরল এ সুযোগটিও হাত ছাড়া হচ্ছে। তাই সরকার ভিসা সংক্রান্ত জটিলতা সমাধান করতে না পারলেও ভিজিট ভিসাধারীদের বিনা শর্তে আমিরাতে আসার সুযোগ দিলে আমরা ব্যবসায়ীরা বিশাল রকমের উপকৃত হব।

abu-dhabi-2.jpg

এ বিষয়ে তিনি আবুধাবি দূতাবাসের রাষ্ট্রদূত মুহাম্মদ আব জাফরের দৃষ্টি আকর্ষণ করেন।

মুহাম্মদ ওমর ফারুক মানিকের ছোট ভাই রেস্টুরেন্টের জেনারেল ম্যানেজার মুহাম্মদ ইলিয়াছ হোসেন উজ্জ্বল বলেন, এখানে সবাই সুলভ মূল্যে দেশীয় এবং ঘরোয়া স্বাদ উপভোগ করতে পারবেন। সকাল-বিকেল বিভিন্ন ধরনের নাস্তা, দু’বেলা খাবার, বিশেষ করে চট্টগ্রামের মেজবানসহ দেশের আটটি বিভাগীয় শহরের প্রিয় রেসিপি থাকবে ময়নামতি রেস্টুরেন্টে।

রেস্টুরেন্টের খাবার ফ্রি হোম ডেলিভারির সুবিধা রয়েছে বলেও জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সেন্ড মেরিন রেস্টুরেন্টের মালিক মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ জামাল উদ্দিন, মুহাম্মদ নুর হোসেন সুমন, মুহাম্মদ কামরুল হোসেন হালিম, মুহাম্মদ মোশারফ হোসেন শিপন, মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ হারুন, মুহাম্মদ জাকের, মুহাম্মদ জাকির আহমেদ, তারেক হাসান শামীম, মুহাম্মদ মনজু, মুহাম্মদ আবু সাইয়্যিদ, মুহাম্মদ আলী, মুহাম্মদ আনিসুর রহমান, মুহাম্মদ রুবেল, মুহাম্মদ ফিরোজ, মুহাম্মদ জসিম, মুহাম্মদ আবু তৈয়ব, মুহাম্মদ সুলতান আহমেদ, মুহাম্মদ শিপন, মুহাম্মদ সানি, মুহাম্মদ পারভেজ, মিটু মজুমদার, মুহাম্মদ সোহেল ও আবুধাবি প্রবাসীদের জনপ্রিয় ডাক্তার মুহাম্মদ শামসুর রহমান।

এছাড়া কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- নাছির তালুকদার, মুহাম্মদ মাসুদ চৌধুরী, মুহাম্মদ বশির ভূঁইয়া, মুহাম্মদ সরোয়ার উদ্দিন, মুহাম্মদ জাকের হোসেন জসিম, মুহাম্মদ মাহাবুব খন্দকার, মুহাম্মদ আনিসুর রহমান, মুহাম্মদ দিদারুল ইসলাম দিদার, মুহাম্মদ আকতার মিরজি, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, তোফায়েল আহমেদ সেলিম প্রমুখ।

ময়নামতি রেস্টুরেন্টের উদ্বোধনকালে দেশ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন নোয়াখালী জেলা সাবেক ছাত্রলীগের দু’বারের সাধারণ সম্পাদক ও বর্তমান নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ একরামুল হক বিপ্লব।

এছাড়া বাংলাদেশ প্রেসক্লাব ইউএই'র সহ সভাপতি মুহাম্মদ রফিক উল্লাহ, সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম, মুহাম্মদ ইব্রাহিম শরীফ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসজে/এমএস