লেবাননে শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন

লেবাননে দোয়া মাহফিল, কেক কাটা ও আলোচনার মধ্য দিয়ে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে বৈরুতের রামলেত বায়দায় একটি রেস্টুরেন্টে এই দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আওয়ামী লীগ লেবানন শাখার নেতা এস এম জসিম ও আলমগীর হোসেনের যৌথ সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বাবুল মিয়া।
বক্তব্য রাখেন- বাবুল মুন্সী, আশফাক তালুকদার, জাকির হোসেন রানা, মশিউর রহমান টিটু, মোহাম্মদ আলী, রুহুল আমিন, জবরুল ইসলাম, সুজাত মিয়া ও কাজল মিয়া।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
উপস্থিত ছিলেন- আবুল কাসেম সাদী, ইস্কান্দর আলী মোল্লা, নিলু মোল্লা, কবির আহমেদ, আশরাফুল আলম, রিয়াজুল ইসলামসহ সকল শাখা কমিটির নেতৃবৃন্দ।
বক্তারা জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বলেন, বর্তমানে শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনার হাত শক্তিশালী করতে হবে। পূর্বের দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রবাসীদের স্বার্থে সংগঠনকে এগিয়ে নিতে হবে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানের শুরুতে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন মাওলানা মতিউর রহমান। সবশেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগসহ সকল শাখা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএ/জেআইএম
বিজ্ঞাপন