ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

ভিসা জালিয়াতির কথা শুনলে কঠোর ব্যবস্থা

সাদেক রিপন | প্রকাশিত: ০৮:১৬ এএম, ১০ সেপ্টেম্বর ২০২০

ছুটিতে আটকেপড়া প্রবাসীদের কুয়েতে ফেরা ও আকামার বিষয়ে কোম্পানিগুলো সঙ্গে যোগাযোগ করে ২০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে বলেছি। এ ছাড়াও আমরা একটি ওয়েবসাইট তৈরি করব সেখানে দেশে থাকা প্রবাসীরা তাদের কোম্পানির নামসহ বিস্তারিত তথ্য দেবে। কতজন প্রবাসী দেশে আছে? কার আকামা শেষ হয়েছে ইত্যাদি সহজেই জানতে পারবে বাংলাদেশিরা।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব বলেছেন। তিনি বলেন, ‘ভিসা জালিয়াতির কথা শুনলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে’।

৯ সেপ্টম্বর দুপুরে দেশটির মিসিলা বাংলাদেশ দূতাবাসে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় প্রবাসী সাংবাদিকরা বর্তমান পরিস্থিতিতে কুয়েতে অবস্থানরত শ্রমিকদের ও ছুটিতে থাকা প্রবাসীদের সমস্যার কথা তুলে ধরেন।

রাষ্ট্রদূত বলেন, প্রয়োজনে বাংলাদেশ থেকে ফ্লাইটের ব্যাপারে কথা বলা হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে। এখানে থাকা প্রবাসীদের সমস্যা জানতে কোম্পানিগুলোর বেরাকে গিয়ে তথ্য সংগ্রহ করব কার কী সমস্যা ও শ্রমিক হয়রানি ও কারও বিরুদ্ধে ভিসার বিক্রির জালিয়াতির অভিযোগ আসলে কঠোর ব্যবস্থা গ্রহণ করব।

‘বিগত দিনের ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা এগিয়ে যেতে মিডিয়াকর্মীরাসহ সবার সহযোগিতা চাই। প্রবাসে পরিবারের আর্থিক স্বচ্ছলতার জন্য হাড়ভাঙ্গা পরিশ্রম করি। এমন কিছু করব না যাতে দেশের সুনাম নষ্ট হয়। যে যাই করি না কেন দিন শেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশি।

এ সময় উপস্থিত ছিলেন- সাংবাদিক জালাল উদ্দিন, সাংবাদিক আ হ জুবেদ, সাংবাদিক শরীফ মিজান, সাংবাদিক আল আমিন রানা, জাগো নিউজের কুয়েত প্রতিনিধি সাদেক রিপন।

সাংবাদিক মো. হেবজু, সাংবাদিক নাসরিন আক্তার মৌসুমী, কুয়েত পেজ ফর বাংলাদেশির অ্যাডমিন মো. সাইফুল ইসলাম, আই এম এফরে সভাপতি আব্দুর রউফ মাওলা ও সাংবাদিক মাহমুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এমআরএম/জেআইএম