ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

ভেনিসে বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী

জমির হোসেন | প্রকাশিত: ০৯:১৬ পিএম, ১৩ আগস্ট ২০২০

ইতালিতে জাঁকজমকভাবে বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের ঈদ পুনর্মিলনী ও কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ইন্ডিয়ান রেস্টুরেন্টে মঙ্গলবার সমিতির শতাধিক নেতাদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠে রেস্টুরেন্টের হলরুমটি।

টেবিলে টেবিলে আড্ডা আর খোশগল্পে মেতে উঠেন সবাই। প্রবাসের এই ব্যস্ততম সময়কে পাশ কাটিয়ে সকলের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি শেষ পর্যন্ত বাঙালির মিলনমেলায় পরিণত হয়। এ সময় সবার মুখে একরাশ ভালোবাসা আর ঐক্যবদ্ধতা দৃঢ়প্রত্যয়ে বৃহত্তর কুমিল্লা সমিতিতে ভিন্নমাত্রা এনে দেয়।

বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন এবং যুগ্ম সম্পাদক আজাদ খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন সমিতির ধর্মবিষয়ক সহ-সম্পাদক হাফেজ আওলাদ হোসেন।

পরে বৃহত্তর কুমিল্লা সমিতির আহ্বায়ক কমিটির নেতারা নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেন। সমিতির সভাপতি নজরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন।

এরপর অনুষ্ঠানের পরিচয় পর্বে নবনির্বাচিত কমিটির সবাইকে আনুষ্ঠানিক নাম ঘোষণার মধ্য দিয়ে সবার কাছে পরিচয় করিয়ে দেন সমিতির কার্যনির্বাহী কমিটির এক নম্বর সদস্য শরীফ মৃধা।

অনুষ্ঠানে বক্তব্য- দেন বৃহত্তর কুমিল্লা সমিতির প্রধান উপদেষ্টা বিশিষ্ট আইনজ্ঞ রেহান উদ্দিন দুলাল, উপদেষ্টা আব্দুল মান্নান, উপদেষ্টা ছিদ্দিকুর রহমান বকুল, আবুল কালাম আজাদ, মনোয়ার ক্লার্ক, মাকসুদুর রহমান,ইঞ্জিনিয়ার সেঁজুতি দাসগুপ্ত, উপদেষ্টা প্রফেসর মুন্না, সিনিয়র সহ-সভাপতি কাজী আওলাদ হোসেন।

আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাংবাদিক মোহাম্মদ মেজবাহ উদ্দিন আলাল, কার্যনির্বাহী কমিটির ২য় সদস্য আক্তারুজ্জামান, সহ-সভাপতি মনির উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম ভূঁইয়া, প্রচার সম্পাদক নুরে আলম, আপ্যায়ণ বিষয়ক সম্পাদক সারোয়ার সরকার প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, ভেনিস সিএ ফসকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৌর দাসগুপ্ত। অনুষ্ঠানে বৃহত্তর কুমিল্লা সমিতির নেতারা বলেন, ভেনিসে কমিউনিটির উন্নয়নে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে এই সমিতি। যে কোনো ভালো কাজের সাথে সবসময় সবার পাশে থাকবে।

এমআরএম/পিআর