ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

কাতারে ঈদুল আজহা উদযাপিত

আনোয়ার হোসেন মামুন | কাতার | প্রকাশিত: ১১:৪১ এএম, ০১ আগস্ট ২০২০

সৌদি আরবের সঙ্গে মিল রেখে কাতারেও উদযাপিত হয়েছে মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। স্থানীয় সময় ৩১ জুলাই সকাল ৫টা ১৫ মিনিটে দেশটির রাজধানী দোহায় স্থানীয়দের সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা একত্রে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করেন।

করোনার কারণে ঈদুল ফিতর অনুষ্ঠিত না হলেও ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয় কাতারে জাতীয় মসজিদসহ ৪০১টি মসজিদ ও ঈদগাহে। সামাজিক দূরত্ব বজায় রেখে গণজামায়তে ঈদের নামাজ আদায় করলেন অভিবাসী ও কাতারি নাগরিকরা। ঈদের নামাজ আদায় করতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা।

কাতারে প্রতিবছরের মতো এবারও স্থানীয় দোহা জাতীয় মসজিদে ঈদের সবচেয়ে বড় ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন দেশের মুসলমানদের সঙ্গে হাজার হাজার বাংলাদেশি প্রবাসীরাও ঈদের নামাজে অংশগ্রহণ করেন।

নামাজ শেষে গোটা মুসলিম বিশ্বের কল্যাণ শান্তি কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। ঈদের নামাজের পরপরই কাতারে বিভিন্ন স্থানে প্রবাসী বাংলাদেশিরা পশু কোরবানি দেন।

এমআরএম/এমএস