ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

লস অ্যাঞ্জেলেসে ৪ ঘণ্টার ব্যবধানে দুই বাংলাদেশির মৃত্যু

প্রবাস ডেস্ক | প্রকাশিত: ০৫:২৭ পিএম, ২৬ জুন ২০২০

চার ঘণ্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টায় মুহাম্মদ জাহাঙ্গীর হোসাইন এবং বিকেল ৩টায় দেওয়ান হাসান ঈমাম পৃথক দুই হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃতরা হলেন- দেওয়ান হাসান ঈমাম (৫৫) ও মুহাম্মদ জাহাঙ্গীর হোসাইন (৫০)। তাদের মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, দেওয়ান হাসান ঈমাম ২০১৯ সালের ১৮ নভেম্বর এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে তাৎক্ষণিক তাকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হলেও আর জ্ঞান ফেরেনি।

দীর্ঘ সাতমাস তিনি লাইফ সাপোর্টে ছিলেন। অবশেষে বুধবার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসান ঈমাম যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মিয়া মোহাম্মদ আব্দুল নাঈম হাবিবের বোনের ছেলে। তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দেওয়ান হাসান প্রায় ৩৪ বছর ধরে যুক্তরাষ্ট্রে পরিবার নিয়ে বাস করছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ভেলানগরে (দেওয়ান বাড়ি)।

এদিকে মুহাম্মদ জাহাঙ্গীর হোসাইন হৃদরোগে আক্রান্ত হন ১২ দিন আগে। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তারও জ্ঞান ফেরেনি আর। তিনিও ছিলেন লাইফ সাপোর্টে। বুধবার বেলা ১১টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জাহাঙ্গীর হোসাইনের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে। তিনি শাহজাদপুর (তালগাছিয়া) ডিগ্রি কলেজে শিক্ষকতা করতেন। তিনি আট বছর ধরে স্বপরিবারে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাস করছিলেন।

এমআরএম/জেআইএম