ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

আমিরাতে গত ২৪ ঘণ্টায় আরও ৩০০ জন আক্রান্ত

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন | প্রকাশিত: ০৯:০৮ পিএম, ০৮ এপ্রিল ২০২০

করোনাভাইরাসে ক্রমেই মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৩০০ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৬৫৯ জনে। এর মধ্যে প্রাণ গেছে ১২ জনের। আর নতুন করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ জন।

বুধবার (৮ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

jagonews24

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, আমিরাতে সর্বমোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৫৯ জন। মৃত্যুবরণ করেছেন ১২জন। আর নতুন ৫৩ জনসহ সর্বমোট ২৩৯ জন সুস্থ হয়ে উঠেছেন।

এদিকে, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এ ভাইরাসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত ১৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। আর এ ভাইরাস প্রাণ কেড়ে নিয়েছে ৮৩ হাজারের বেশি মানুষের।

এফআর/এমএস