ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

অস্ট্রিয়ায় রেস্টুরেন্ট, বার ও দোকানপাট বন্ধের ঘোষণা

মাহমুদুল হাসান | প্রকাশিত: ০৪:২৪ পিএম, ১৩ মার্চ ২০২০

অস্ট্রিয়াতে আগামী সোমবার থেকে সব রেস্টুরেন্ট, বার ও দোকানপাট বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। তবে ব্যাংক, ফার্মেসি ও সুপারমার্কেট খোলা থাকবে।

অস্ট্রিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। ইতোমধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া হয়। তবে ব্যাংক, ফার্মেসি ও সুপারমার্কেটগুলো খোলা থাকবে বলে জানানো হয়েছে।

ফলশ্রুতিতে ইতালির মতো অস্ট্রিয়াও এক ধরনের অবরুদ্ধ অবস্থায় চলে যাচ্ছে বলে ধারণা করা যাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রিয়াতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪২৮ জন।

ostria-2

অস্ট্রিয়ায় সাধারণ জনগণের চলাফেরা এতটা দেখা যাচ্ছে না। করোনাভাইরাস নিয়ে জনমনে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।

জেডএ/জেআইএম