ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

বাইজিদ আল-হাসান | প্রকাশিত: ০৫:১১ পিএম, ১২ মার্চ ২০২০

ওমানের সুলতান হাইথাম বিন তারেকের কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সরওয়ার। ওমানের রাজপ্রাসাদ আল আলম প্যালেসে বাংলাদেশসহ বন্ধুত্বপূর্ণ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত সরাসরি সুলতানের সামনে তাদের পরিচয়পত্র তুলে ধরেন।

সম্প্রতি ওমানে নিযুক্ত ৭টি দেশের রাষ্ট্রদূত একই উদ্দেশ্যে আল-আলম প্যালেসে উপস্থিত হন। এ সময় বাংলাদেশের জাতীয় সংগীত বাজিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতকে গার্ড অব অনার প্রদান করা হয়।

আল আলম প্যালেসে এদিন উপস্থিত ছিলেন বাংলাদেশ, ইয়েমেন, সিরিয়া, ইরান, ফ্রান্স, নেপাল ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতরা। এ সময় রাষ্ট্রদূতদের সঙ্গে ভিন্ন ভিন্ন বৈঠক করেন সুলতান। রাষ্ট্রদূতরা সুলতানের নেতৃত্বের প্রশংসা করেন এবং তার সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘজীবী কামনা করেন।

oman2

নিজ নিজ দেশের নেতাদের শুভেচ্ছা বার্তাও পৌঁছে দেন সুলতানের হাতে। রাষ্ট্রদূতরা সুলতানের সামনে তাদের প্রমাণ-পত্রাদি উপস্থাপন করে নিজ নিজ দেশের সঙ্গে ওমানের সম্পর্ক উন্নয়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

সুলতানও রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে তাদের নেতাদের শুভেচ্ছার জন্য ধন্যবাদ প্রকাশ করেন। সেইসাথে ওমানে দায়িত্ব পালনে তাদের জন্য সরকারের পক্ষথেকে সর্বাত্মক সমর্থন পাবে বলে জানান সুলতান হাইথাম বিন তারেক।

এ সময় উপস্থিত ছিলেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী, দিওয়ান ও রয়েল কোর্টের মন্ত্রী, রয়্যাল প্রোটোকলের প্রধান, ওমানের রয়্যাল গার্ড অব কমান্ডার এবং সুলতানের সামরিক সহায়তা প্রদানকারীরা।

এমআরএম/জেআইএম