সৌদিতে আরও ৫ জন করোনায় আক্রান্ত
সৌদি আরবে নতুন করে আরও পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে সৌদিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ২০ জন।
গত কয়েকদিনে সৌদি আরবে প্রবেশ করা পাঁচ লাখেরও বেশি মানুষের মেডিকেল টেস্ট করেছে দেশটির সরকার। ইতোমধ্যে ৪৬৮ জনকে মেডিকেল যাচাইয়ের জন্য কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়াও ২ হাজার ৩২ জনকে আবাসস্থলে অবস্থানের নির্দেশ দেয়া হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সৌদি সরকার ইতোমধ্যে বেশকিছু পদক্ষেপ নিয়েছে। যার মধ্যে কাতিফ এলাকা অবরুদ্ধ করা হয়েছে এবং সেখান থেকে কাউকে বের হতে দেয়া হচ্ছে না। এছাড়াও করোনাভাইরাস অধ্যুষিত এলাকা থেকে যে কারো সৌদি আরব প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।
নতুন পাওয়া পাঁচজন রোগীর মধ্যে তিনজন ইরাক ও ইরান থেকে সৌদিতে প্রবেশ করেছেন। তাদের শরীরে ভাইরাস ধরা পরার সঙ্গে সঙ্গে কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সকল করোনাভাইরাস আক্রান্ত রোগীকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে এবং তাদের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে।
এমএফ/পিআর