ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

জর্ডানে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

সেলিম আকাশ | প্রকাশিত: ০৮:২৬ পিএম, ০৮ মার্চ ২০২০

ঐতিহাসিক ৭ই মার্চ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুগান্তকারী ভাষণের স্মারক হিসেবে দিনটি অবিস্মরণীয় হয়ে আছে। ১৯৭১ সালের এ দিনে তৎকালীন রেসকোর্স ময়দানের জনসমাবেশে দেওয়া ওই ভাষণে বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে সেদিন তিনি বলেছিলেন- ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’।

যথাযোগ্য মর্যাদায় জর্ডানে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়। এ দিনটি উপলক্ষে সকালে দূতাবাস প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাষ্ট্রদূত নাহিদা সোবহান।

দূতাবাসের অডিটোরিয়ামে আয়োজিত সভাটি পরিচালনা করেন- দূতাবাসের কার্যালয় প্রধান মোহাম্মদ বশির। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ সম্প্রচার করা হয়।

পরে ৭ই মার্চ উপলক্ষে দেওয়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। এ সময় রাষ্ট্রদূত বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান।

এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন- বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতারা। শেষে বঙ্গবন্ধুসহ স্বাধীনতার সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করা হয়।

এমআরএম/এমএস