৮ মার্চ থেকে কুয়েত প্রবেশে মেডিকেল টেস্ট বাধ্যতামূলক
করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই ছড়িয়ে পড়ছে এক দেশ থেকে আরেক দেশে। বিশেষ করে চীনসহ আশপাশের দেশগুলোতে আক্রান্তের খবর আতঙ্কের সৃষ্টি করেছে। প্রাণঘাতী এ ভাইরাস ঠেকাতে কুয়েত সরকার বিভিন্ন উদ্যোগে গ্রহণ করছে।
কুয়েতে প্রবেশে মেডিকেল টেস্ট বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। আগামী ৮ মার্চ থেকে পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) পরীক্ষার মাধ্যমে কুয়েত প্রবেশের এ নিয়মটি কার্যকর হতে যাচ্ছে। ৪ মার্চ দেশটির বাংলাদেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
উল্লেখ করা হয়েছে, আগামী ৭ মার্চের পর থেকে বাংলাদেশ, ফিলিপাইন, ভারত, মিশর, সিরিয়া, আজারবাইজান, তুরস্ক, শ্রীলঙ্কা, জর্জিয়া ও লেবাননের নাগরিকদের, পলিমারেজ চেইন রিঅ্যাকশন বা পিসিআর নামক মেডিকেল টেস্ট সম্পন্ন করার মাধ্যমে, করোনাভাইরাসমুক্ত নিশ্চিত করে, তারপর কুয়েতে প্রবেশ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পিসিআর পরীক্ষাটি অবশ্যই বাংলাদেশের কুয়েত দূতাবাস অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে হতে হবে। করোনাভাইরাসমুক্ত সার্টিফিকেট ব্যতীত যারা কুয়েতে প্রবেশের চেষ্টা করবেন তাদেরকে ফিরতি ফ্লাইটে দেশে পাঠিয়ে দেয়া হবে।
এর আগে দূতাবাসের আরও এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের আসন্ন বিশেষ দিবসসমূহ- ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ স্বাধীনতা জাতীয় দিবসের অনুষ্ঠানসমূহ স্থগিত করা হয়েছে।
এদিকে, চীনে নতুন করে আরও ১৩৯ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। চীনের মূল ভূখণ্ডে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৪৩০ এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ১২ জনের। চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দক্ষিণ কোরিয়ায় এবং সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ইতালিতে।
বিশ্বের বিভিন্ন দেশে এখন পর্যন্ত ৩ হাজার ২৮৫ জনের প্রাণ কেড়েছে করোনাভাইরাস। বিভিন্ন দেশে ৯৫ হাজার ৪৮১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৩ হাজার ৬৮৮ জন।
এমআরএম/পিআর