ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

জর্ডান প্রবাসীদের সাথে নয়া রাষ্ট্রদূতের মতবিনিময়

সেলিম আকাশ | আম্মান, জর্ডান | প্রকাশিত: ০৮:২৫ এএম, ০৫ মার্চ ২০২০

জর্ডান প্রবাসী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন জর্ডানে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নাহিদা সোবহান। বুধবার (৪ মার্চ) দেশটির বাংলাদেশ দূতাবাস আম্মানের হল রুমে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ মনিরুজ্জামান এবং সচিব ও দূতাবাস প্রধান মো. বশির।

জর্ডানের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা এসময় নতুন রাষ্ট্রদূত নাহিদা সোবহানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

jordan-1

মতবিনিময় সভায় রাষ্ট্রদূত নাহিদা সোবহান প্রবাসীদের বিভিন্ন সমস্যা শোনেন এবং সেগুলো সমাধানের আশ্বাস দেন।

রাষ্ট্রদূত জর্ডান প্রবাসী কমিউনিটি নেতাদের জানিয়েছেন যেকোনো প্রয়োজনে দূতাবাসের পক্ষ থেকে সব সময় সহযোগিতা করা হবে।

এমএফ/পিআর