ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

করোনাভাইরাস : কুয়েতে বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠান স্থগিত

সাদেক রিপন | প্রকাশিত: ০৪:০৭ পিএম, ০৪ মার্চ ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই ছড়িয়ে পড়ছে এক দেশ থেকে আরেক দেশে। বিশেষ করে চীনসহ আশপাশের দেশগুলোতে আক্রান্তের খবর আতঙ্কের সৃষ্টি করেছে। প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সব ধরনের অনুষ্ঠান, সভা-সেমিনার সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে কুয়েত সরকার।

এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আসন্ন বিশেষ দিবসসমূহ- ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ স্বাধীনতা জাতীয় দিবসের অনুষ্ঠানসমূহ আপাতত স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, ‘কুয়েত সরকার করোনাভাইরাসের কারণে যেকোনো সভা সেমিনার সাময়িক বন্ধ ঘোষণা করেছে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে রাষ্ট্রীয় অনুষ্ঠানসমূহ আনুষ্ঠানিকভাবে উদযাপন করবে দূতাবাস।’

তিনি আরও বলেন, ‘করোনাভাইরাস নতুন একটি রোগ। তাই প্রবাসীদের প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া এবং বের হলেও মাস্ক ব্যবহার করা, পরিষ্কার পরিচ্ছন্ন ও সরকারি দিকনির্দেশনাসমূহ মেনে চলতে হবে।’

এ পর্যন্ত অন্তত ৭৬টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এর মধ্যে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ভাইরাসটির উৎসস্থল চীনে। দেশটির মূল ভূখণ্ডে এ পর্যন্ত ২ হাজার ৯৮১ জন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন অন্তত ৮০ হাজার ২৭০ জন। বিশ্বব্যাপী এ পর্যন্ত ৩ হাজার ২০২ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৩ হাজার ১৫৮।

চীনের বাইরে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা দক্ষিণ কোরিয়ায়। সেখানে অন্তত ৫ হাজার ৩২৮ জনের শরীরে প্রাণঘাতী এ ভাইরাস পাওয়া গেছে, মারা গেছেন ৩২ জন।

এফআর/পিআর