ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

ভিয়েনা দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

হাসান তামিম | প্রকাশিত: ০৯:২৫ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২০

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অস্ট্রিয়ার ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় দূতাবাস প্রাঙ্গণে অবস্থিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত এবং জাতিসংঘের বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি এম আবু জাফর। পরে দূতাবাসের কর্মকর্তারা শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়াও স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা জ্ঞাপন শেষে বঙ্গবন্ধু মেমোরিয়াল হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। পরে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা সভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।

vienna-(2).jpg

দূতাবাসের দূতালয় প্রধান তারাজুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- রাষ্ট্রদূত এম আবু জাফর, দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাহাত বিন জামান, প্রথম সচিব মালিহা শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম পাকন, মুক্তিযোদ্ধা বায়েজিদ মীর, সর্ব ইউরোপীয় আওয়ামী লীগ সভাপতি এম নজরুল ইসলাম, মিজানুর রহমান শ্যামল, রুহি দাস সাহা, জান্নাতুল ফরহাদ, রানা বখতিয়ার, মনির হোসেন, লিমন রহমানসহ প্রবাসী বাংলাদেশিরা।

সভায় রাষ্ট্রদূত এম আবু জাফর শুরুতেই ভাষাশহীদ, মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং স্বাধীন বাংলাদেশের রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

তিনি বলেন, বর্তমান সরকারের উদ্যোগেই জাতিসংঘ ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় এবং এই স্বীকৃতির বাঙালি জাতিকে আরও মর্যাদাশীল হিসেবে প্রতিষ্ঠিত করে।

আলোচনা সভা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

বিএ/এমএস