ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

আমিরাতে ফেনী সমিতির চড়ুইভাতি

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন | প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২০

ভালোবাসা দিবসে সংযুক্ত আরব আমিরাতে ফেনী সমিতি গ্রামীন জনপদের চিরচেনা ঐতিহ্য চড়ুইভাতি উৎসব করেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) আমিরাতের শারজা ন্যাশনাল পার্কে এ চড়ুইভাতি উৎসব অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ ব্যতিক্রমী আয়োজন ছিল গ্রামীণ সংস্কৃতিতে ভরপুর।

চড়ুইভাতি অনুষ্ঠানে শিশু-কিশোরদের দৌড় প্রতিযোগিতা, বিস্কুট দৌড়, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি আমিরাত প্রবাসী নতুন প্রজন্মের মধ্যে বাঙালি চেতনার বীজ ছড়িয়ে দিতে গানের পুতুল ও বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য নিয়ে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিশু-কিশোরদের সঙ্গে বড়দের ছিল চিঠি লেখা প্রতিযোগিতা। তথ্য প্রযুক্তির এ যুগে আপনজনকে চিঠি লেখার অভ্যাস বা সংস্কৃতি প্রায় হারিয়ে যেতে বসেছে। ফলে চিঠি লেখার এ প্রতিযোগিতা ছিল সত্যিই ব্যতিক্রম ও আনন্দময়।

চিঠিতে স্বামী-স্ত্রীর প্রেম, ভালোবাসার পাশাপাশি বাংলাদেশের সমকালীন জাতীয় ও রাজনৈতিক বিষয়ও উঠে আসে। মা-বাবা ভাই-বোনকে প্রবাসে থেকেও মিস করার কথা, প্রবাসে থেকে প্রেম করে বিয়ে করার সফলতাসহ অনেক বিষয় এসব চিঠিতে স্থান পায়।

আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে অনেকে পরিবারসহ চড়ুইভাতি অনুষ্ঠানে অংশ নেন। হাতে বানানো শীতকালীন বিভিন্ন পিঠা, চাউলের সেমাই ছাড়াও রকমারি নাস্তা অনুষ্ঠানে আসা সবাইকে মুগ্ধ করে।

মো. ইসমাইল ও কাজী ইসমাইলের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন প্রকৌশলী এম এ মান্নান ও শরিফুল ইসলাম।

এমএফ/এমএস